কমিউনিস্ট বিদ্রোহীদের হামলায় ফিলিপাইনে নিহত ৯

ফিলিপাইনের মধ্যাঞ্চলে পুলিশ এবং গ্রাম রক্ষীদের বহনকারী একটি গাড়িতে সন্দেহবাজন কমিউনিস্ট বিদ্রোহীদের হামলায় ৯ জন নিহত এবং ৬ জন আহত হয়েছে। একজন কর্মকর্তা এ খবর ঁজানান।
ম্যানিলায় চীফ ইন্সেপেক্টর রিকো সান্টোটোম জানান, ‘রোববার দেশটির মধ্যাঞ্চলীয় নিগ্রো দ্বীপের একটি উৎসব থেকে ফেরার পথে  পুলিশ এবং গ্রামরক্ষী বাহিনীদের বহনকারী গাড়িকে লক্ষ্য করে ৩০ জন সশস্ত্র লোক হঠাৎ এলোপাতাড়ি গুলি বর্ষণ শুরু করে।’

পুলিশের একজন মুখ্যপাত্র জানান, মৃতদের মধ্যে রয়েছেন একজন পুলিশ, ছয়জন গ্রাম রক্ষিবাহিনী, একজন প্রহরীর স্ত্রী এবং ট্রাক ড্রাইভার।

পুলিশ ধারণা করছে, প্রত্যন্ত পার্বত্য শহর লা কেস্টেলেনায় চলতি বছরের সবচেয়ে আকর্ষিক এই হামলা চালিয়েছে কমিউনিষ্ট নিউ পিপল’স

আর্মি (এনপিএ)।



সরকার যখন বিদ্রোহীদের সাথে শান্তি আলোচনার চিন্তা করছে এবং গেরিলাদের সাথে চলতি মৌসুমে যুদ্ধবিরতির ঘোষণা দেয়ার আশা করছে ঠিক তখনই এনপিএ গ্রামীণ ব্যবসা এবং নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালানো হল।

No comments

Powered by Blogger.