খননযন্ত্র জব্দ, আটক ৪

ফরিদপুরে রাস্তার পাশের খাদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুটি খননযন্ত্র (ড্রেজার মেশিন) জব্দ ও চারজনকে আটক করেছে পুলিশ।
গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে গোয়ালন্দ-তারাইল সড়কের ফরিদপুর সদরের চর মাধবদিয়া ইউনিয়নের চর বালুধুম এলাকায়।
এলাকাবাসী জানান, ১৫ দিন ধরে দুটি ড্রেজার মেশিন বসিয়ে রাস্তাসংলগ্ন বেড়িবাঁধের পাশের খাদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছিলেন বিএনপির স্থানীয় নেতা শামীম মণ্ডল। চর বালুধুম এলাকার গেন্দু খাঁ বলেন, ‘এ বালু ওঠানোর জন্য আশপাশে অবস্থিত আমাদের আবাদি জমি ভেঙে যেতে শুরু করে।’
একই এলাকার ইমান আলী বলেন, শামীম মণ্ডল এলাকার একজন প্রভাবশালী বিএনপি নেতা। এ জন্য ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়নি। গতকাল দুপুরে কোতোয়ালি থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। পুলিশ পানি ঢালা ও বালু তোলার কাজে নিয়োজিত দুটি ড্রেজার মেশিন ও মেশিন-সংশ্লিষ্ট দ্রব্যসামগ্রী জব্দ করে। এ সময় এ কাজে নিয়োজিত চারজনকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন।

No comments

Powered by Blogger.