শাবি ক্যাম্পাসে মূর্তি নির্মাণ বন্ধে আজ সিটি পয়েন্টে সমাবেশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপনের প্রতিবাদ জানিয়েছেন সিলেটের শীর্ষস্থানীয় আলেম, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের নেতারা।
একই সাথে সিটি পয়েন্টে শাহজালাল (রহ:) ঐতিহ্য সংরক্ষণ পরিষদের উদ্যোগে আজকের মহাসমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন সিলেটের শীর্ষ উলামায়ে কেরাম, প্রতিষ্ঠানের পরিচালক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল এক যৌথ বিবৃতিতে তারা বলেন, পৃথিবীর বুকে সিলেটের স্বতন্ত্র ঐতিহ্য রয়েছে, ৩৬০ আউলিয়াসহ অসংখ্য পীর-আউলিয়ার পদভারে সিলেট ধন্য, ওলিকুল শিরোমণি হজরত শাহজালাল (রহ:) ও শায়খুল ইসলাম হজরত হোসাইন আহমদ মাদানী (রহ:)-এর দীর্ঘ সাধনা-স্মৃতিবিজড়িত বাংলার আধ্যাত্মিক রাজধানীতে ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেয়া যায় না। ’৭১-এর মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দিয়ে সিলেটবাসীর ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অধিকার কারো নেই। ভাস্কর্যের নামে মূর্তি নির্মাণ ইসলামে সম্পূর্ণ হারাম, এতে যদি কারো সন্দেহ থাকে তাহলে তার ঈমান থাকবে না। ইসলামে মূর্তির স্থান নেই। পক্ষান্তরে মূর্তি হলো হিন্দু ধর্মাবলম্বীদের। তাই কোনো মুসলমান এই মূর্তির পক্ষে অবস্থান নিতে পারে না।

বিবৃতিদাতারা হলেন, শায়খুল হাদিস আল্লামা আব্দুল মোমিন শায়খে পুরানগাঁও, মাওলানা হোসাইন আহমদ বারকুটি, শায়খুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী, মাওলানা হাবিবুল্লাহ শায়খে ভিতরগ্রামী, প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান, মাওলানা শায়খ জিয়া উদ্দীন, মাওলানা মুশাহিদ দয়ামিরী, মুফতি আবুল কালাম যাকারিয়া, মাওলানা শায়খ আব্দুস শহিদ, দরগাহপুর মাদরাসার শায়খুল হাদিস মাওলানা নুরুল ইসলাম খান, মাওলানা শায়খ আতাউর রহমান, মাওলানা আহমদ আলী শায়খে চিল্লা, মাওলানা মুহিউল ইসলাম বুরহান প্রমুখ।

No comments

Powered by Blogger.