প্রবাসের খবরঃ নিউ ইয়র্কে ফিমেল ইন ইনফরমেশন টেকনোলজি সেন্টারের উদ্বোধন by এনা

২৬ জানুয়ারি রাতে (বাংলাদেশ সময় রোববার সকাল) নিউ ইয়র্কের ব্র“কলিনে ‘ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলাজি’র উদ্যোগে ‘ফিমেল ইন ইনফরমেশন টেকনোলজি’ সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
‘ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলাজি’র প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আবু হানিফ বলেন, যুক্তরাষ্ট্রের শিা বিভাগের অনুমোদনপ্রাপ্ত ইনস্টিটিউটের একটি ক্যাম্পাস ঢাকায় খুলতে শিগগিরই হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টে আবেদন করা হবে। বাংলাদেশের উচ্চ শিতি মহিলার বড় একটি অংশ ইমিগ্র্যান্ট হয়ে আমেরিকায় আসার পর গৃহিণী হিসেবে জীবন কাটাচ্ছেন। ভালো বেতনে চাকরির উপযোগী প্রশিণ না থাকায় অনেক নারী জীবিকার তাগিদে ‘অ্যাডজব’ করতে বাধ্য হচ্ছেন। এমন নারীদের ভালো বেতনে মূলধারায় চাকরির অভিপ্রায়ে ব্র“কলিনে বাংলাদেশী অধ্যুষিত এ সেন্টারের উদ্বোধন করলেন জাতিসঙ্ঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে এ মোমেন। এ সেন্টারে নারীদের বিনা ফি-তে ট্রেনিং দেয়া হবে। এ ছাড়া কমিউনিটির সার্বিক কল্যাণে নিয়োজিত সামাজিক-আঞ্চলিক সংগঠনগুলোর একজন করে সদস্যকেও বিনা ফিতে কোর্স করানো হবে। উদ্বোধন অনুষ্ঠানে বিপুল প্রবাসী অংশ নেন। আশরাফুল হাসান বুলবুলের উপস্থাপনায় অনুষ্ঠানে নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল মনিরুল ইসলামও বক্তব্য দেন।

No comments

Powered by Blogger.