অহেতুক কৌতুক

ডাক্তারের কাছে গেলেন বদরুল। বললেন, ‘নিজেকে যখন আয়নায় দেখি, তখন ভীষণ মেজাজ খারাপ হয়! কেন এমন হয়?’
ডাক্তার বললেন, ‘আপনার দৃষ্টিশক্তি খুব ভালো।’
মুমূর্ষু এক রোগীর পাশে দাঁড়িয়ে আছেন ডাক্তার। মুখ বিষণ্ন করে বললেন, ‘বলতে বাধ্য হচ্ছি, আপনার শরীরের অবস্থা খুব খারাপ! এমন কেউ আছেন, যিনি আপনাকে দেখতে আসতে পারেন?’
রোগী: অবশ্যই, আরেকজন ডাক্তার দেখতে পারেন।

এক বৃদ্ধ ডাক্তারের কাছে গিয়ে বললেন, ‘ডাক্তার সাহেব, আমার শরীর খুব খারাপ!’ ডাক্তার তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। তারপর প্রেসক্রিপশন ধরিয়ে দিয়ে বললেন, ‘একটা সবুজ ক্যাপসুল আছে, সকালে উঠে সেটা এক মগ পানি দিয়ে গিলে ফেলবেন। হলুদ রঙের একটা আছে, সেটা খাবেন দুপুরের খাবারের পর। অবশ্যই সঙ্গে এক মগ পানি। আর লাল রঙেরটাও এক মগ পানি দিয়ে খাবেন রাতের বেলা।’
বৃদ্ধ জিজ্ঞেস করলেন, ‘কিন্তু আমার সমস্যাটা কী?’
ডাক্তার বললেন, ‘আপনি পানি কম খান।’

ছেলে: বাবা, প্রতিদিন একটা আপেল খেলে নাকি ডাক্তার থেকে দূরে থাকা যায়?
বাবা: হুমম, যায় তো।
ছেলে: তাহলে একটা আপেল দাও তো।
বাবা: তুই না আপেল খেতে চাস না! আজ কী হলো হঠাৎ?
ছেলে: ডাক্তার সাহেবের গাড়ির জানালা ভেঙে ফেলেছি তো!

No comments

Powered by Blogger.