কক্সবাজারে টমটম মালিকদের মানববন্ধন

কক্সবাজারে পুলিশি হয়রানি ও চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে উপজেলা টমটম মালিক চালক ঐক্য পরিষদ। বুধবার দুপুরে মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
২’শরও অধিক টমটম চালক এ কর্মসূচীতে অংশ নেয়। সদর উপজেলা টমটম চালক মালিক ঐক্য পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাহাদুর জানান, ২৮ জানুয়ারি ঝিলংজা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ৫’শ টমটম লাইসেন্স প্রদান করা হয়। যা পৌরসভার মধ্যে চলাচল যোগ্য। কিন্তু কোন কারণ ছাড়াই পুলিশ সদস্যরা টমটমগুলো শহরে প্রবেশ করতে দিচ্ছে না। টাকা না দেয়ায় কয়েকটি টমটম আটকও করে পুলিশ।

No comments

Powered by Blogger.