সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের তাণ্ডব, প্রকল্প পরিচালক অবরুদ্ধ- স্থায়ী অধ্যক্ষ নিয়োগ দাবি

 সিলেটের ইঞ্জিনিয়ারিং কলেজে সোমবার শিক্ষার্থীরা তাণ্ডব চালিয়েছে। তাঁরা প্রশাসনিক ভবনের দরজা-জানালা ভাংচুর করেছে। এরপর তারা প্রজেক্ট ডিরেক্টরকে (পিডি) তালাবদ্ধ করে রাখে এবং অগ্নি সংযোগের পর বালুচর সড়ক অবরোধ করে ।
ঘটনার পর পুলিশ ক্যম্পাসে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিলেটের ইঞ্জিনিয়ারিং কলেজের স্থায়ী অধ্য নিয়োগসহ তিন দফা দাবিতে ৭ দিন আগে কলেজের শিক্ষার্থীরা মোবাইল ফোনে পিডিকে এই তিন দফা দাবি বাসত্মবায়নের জন্য আল্টিমেটাম দেয়। আল্টিমেটামের শেষ দিন সোমবার পিডি আনোয়ার হোসেন ক্যাম্পাসে এলে ব্যাপক ভাংচুর চালায় শিক্ষার্থাীরা তারা প্রশাসনিক ভবনে ব্যাপক তা-ব চালায়। দাবি পূরণের জন্য ক্যম্পাসে অগি্নসংযোগ করে। প্রায় আধা ঘণ্টা তা-ব চালানোর পর শিক্ষার্থারা বালুচর-আলুরতল সড়কে অবস্থান নেয়। এ সময় তারা ওই সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। ফলে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। বেলা পৌনে একটার দিকে ওসি পুলিশ দল নিয়ে তালাবদ্ধ পিডি আনোয়ার হোসেনকে তালা ভেঙ্গে উদ্ধার করে নিয়ে আসেন।

No comments

Powered by Blogger.