জামায়াতের হরতালে বিএনপির সমর্থন

 জামায়াতের ডাকা হরতালে সমর্থন দিয়েছে বিএনপি। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুধবার রাত সাড়ে আটটায় কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের এ সমর্থনের কথা জানান।
বিএনপির সমন্বয়ক ও স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের বরাত দিয়ে রিজভী আহমেদ জামায়াতের হরতালে সমর্থনের এ ঘোষণা দেন। তবে এ হরতালে বিএনপি মাঠে থাকবে কি না এ ব্যাপারে তিনি কিছু বলেননি। উল্লেখ্য, এর আগেও জামায়াতের হরতালে নৈতিক সমর্থন দিয়েছিল বিএনপি। এদিকে জামায়াতের ডাকা হরতালের প্রতি সমর্থন জানিয়েছে ১৮ দলীয় জোটের অন্য শরিক দলগুলোও।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জনকণ্ঠকে বলেন, বুধবার জামায়াতকে তাদের পূর্বনির্ধারিত কর্মসূচী পালন করতে না দেয়ায় তারা সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। যেহেতু জামায়াত একটি গণতান্ত্রিক দল, সেহেতু বিএনপি এই হরতালে সমর্থন জানিয়েছে। হরতালে বিএনপি মাঠে থাকবে কিনা এ ব্যাপারে রুহুল কবির রিজভী কিছুই বলেননি।

No comments

Powered by Blogger.