পরবর্তী কর্মসূচী ঠিক করতে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক

 আন্দোলনের পরবর্তী কর্মসূচীসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে রবিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বসেছে। চেয়ারপার্সন খালেদা জিয়ার উপস্থিতিতে সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ের এই বৈঠক রাত সাড়ে আটটারদিকে গুলশান কার্যালয়ে শুরু হয়।
দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে জানিয়েছেন, ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আন্দোলনের কর্মসূচী ঠিক করতে এই বৈঠক ডাকা হয়েছে।’
নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন চালিয়ে আসা বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট গত ২৬ জানুয়ারি সারাদেশে মানবপ্রাচীরসহ এক মাসের কর্মসূচী ঘোষণা করে। ওই কর্মসূচী শনিবার শেষ হয়। সংসদের শীতকালীন অধিবেশনেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিল উপস্থাপনের জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছে বিএনপি। রবিবার বিকেলে নবম জাতীয় সংসদের ষোড়শ অধিবেশন বসে। এমন অবস্থায় দলটির পরবর্তী কর্মসূচী নিয়ে পরামর্শ ছাড়াও তুলনামূলক নতুন, জনগণের কাছে আরও গ্রহণযোগ্য কর্মসূচী বিষয়ে বৈঠকে আলোচনা হবে বলে একটি সূত্র জানায়। বৈঠকে সংসদের চলতি অধিবেশন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। বিএনপির কাউন্সিলের তারিখ পার হয়ে গেলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোন বৈঠক হয়নি। আলোচনায় উঠে আসতে পারে এ বিষয়ও। খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতাকর্মীর নামে রাজনৈতিক হয়রানিমূলক মামলা মোকাবেলার প্রসঙ্গও বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। তাছাড়াও সমসাময়িক অন্যান্য বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।

No comments

Powered by Blogger.