রোকেয়া ভার্সিটি ॥ উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শেষ ॥ শীঘ্রই প্রতিবেদন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মু. আব্দুল জলিল মিয়ার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ দু’দিন ধরে তদন্ত করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তিন সদস্যের একটি দল বৃহস্পতিবার বিকেলে ঢাকা ফিরে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উপ-সচিব ফেরদৌস জামানের নেতৃত্বে দলটি বুধবার বিকেলে রংপুর এসে তদন্ত কাজ শুরু করে। কমিটির অন্য সদস্যরা হলেন মঞ্জুরি কমিশনের সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আবুল হাসেম ও ড. মোঃ মোহাব্বত খান।
তদন্ত দলটি বুধবার বিকেলে রংপুর পৌঁছে বিভিন্ন জনের সঙ্গে কথা বলেন। তাঁরা প্রয়েজনীয় কাগজপত্র সংগ্রহ করেন। তদন্ত কমিটির প্রধান ফেরদৌস জামান জানান, মূলত দুর্নীতি, অনিয়ম স্বজনপ্রীতি ইত্যাদি বিষয়গুলো দেখেছি। এ ছাড়া মঞ্জুরি কমিশনের অনুমোদনের বাইরে কি হয়েছে, কাকে কাকে নিয়োগ দেয়া হয়েছে এ বিষয়গুলো ক্ষতিয়ে দেখেছি। তিনি জানান, উপাচার্যসহ পক্ষ-বিপক্ষ মিলে মোট ৪৮ জনের সঙ্গে তাঁরা কথা বলেছেন। তিনি বলেন, পক্ষ-বিপক্ষের অভিযোগ মিলিয়ে দেখব এবং আগামী রবি সোমবারের মধ্যেই প্রতিবেদন জমা দেব।

No comments

Powered by Blogger.