রাবির ৩ শিক্ষকসহ ৭ জনকে হত্যার হুমকি- উপাচার্যকে চিঠি

 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিকসহ সাতজনকে হত্যার হুমকি দিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্যকে চিঠি পাঠিয়েছে ড. এমএ কাদেরী শাহনেওয়াজ নামের এক ব্যক্তি।
২৫ ফেব্রম্নয়ারি থেকে ৭ মার্চের মধ্যে এই হত্যাযজ্ঞ ঘটানো হবে বলে চিঠিতে উলেস্নখ রয়েছে। রাজশাহী জিপিও থেকে পোস্ট করা হাতে লেখা রেজিস্ট্রি চিঠিটি বুধবার বেলা ১টায় উপাচার্য দফতরে আসে। 'ভয়ঙ্কর তথ্য' শিরোনামের ওই চিঠিতে বলা হয়, 'রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘাতময় দুই পরে বাইরে অন্য কোন প ভয়ঙ্কর এক হত্যা পরিকল্পনা গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনকে বেকায়দায় ফেলাই এই পরিকল্পনার ল্য। গত ১৯/২/১০ নগরীর আলুপট্টির পরিত্যক্ত এক অমুসলিম নাগরিকের বাড়িতে পরিকল্পনা গ্রহণ করা হয়। চারটি নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের অর্ধশত কিলার এতে অংশগ্রহণ করবে এবং পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (লাল পতাকা) ও জনযুদ্ধ নেতৃত্ব দেবে। ২৫/২/১০ থেকে ৭/৩/১০-এর মধ্যে এই হত্যাযজ্ঞ ঘটানো হবে। একসঙ্গে ঝটিকা আক্রমণ হবে অথবা পর্যায়ক্রমে ঘটানো হবে এই হত্যাকা-।' চিঠিতে ছাত্রশিবিরের ২ নেতাকমর্ী, ছাত্রলীগের ২ নেতাকমর্ী, হলুদ প্যানেলের এক শিক নেতা, সাদা প্যানেলের এক শিক নেতা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক কর্তাব্যক্তিকে হত্যা করা হবে বলে উলেস্নখ রয়েছে। চিঠির নিচে তথ্য প্রদানকারী হিসেবে আলুপট্টির এক প্রত্যদশর্ী বাসিন্দার কথা উলেস্নখ থাকলেও কোন নাম-পরিচয় দেয়া হয়নি। রাবি উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান চিঠি প্রাপ্তির সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে আইনী পদপে নেয়া হবে।

No comments

Powered by Blogger.