আবারও জিতলেন জকোভিচ

গত বছরের ইউএস ওপেনে নোভাক জকোভিচকে হারিয়েই প্রথমবারের মতো গ্রান্ড স্ল্যাম শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন অ্যান্ডি মারে। এবার অস্ট্রেলিয়ান ওপেনে সেই হারের প্রতিশোধ নিলেন জকোভিচ।
আজ উত্তেজনাপূর্ণ ফাইনালে মারেকে ৬-৭(২/৭), ৭-৬ (৭/৩), ৬-৩, ৬-২ গেমে হারিয়ে টানা তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছেন এই সার্বীয় তারকা। ওপেন যুগে টানা তিনবার এই শিরোপা জেতার নতুন রেকর্ডও গড়েছেন টেনিসের র‌্যাঙ্কিংয়ের এই শীর্ষ খেলোয়াড়।
১৯৩৪ সালের পর প্রথম ব্রিটিশ খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের সুবর্ণ সুযোগ এসেছিল অ্যান্ডি মারের সামনে। সেমিফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রজার ফেদেরারকে হারানোর পর মারের স্বপ্নটা হয়তো আরও বড় হয়েছিল। কিন্তু ২০১১ সালের মতো আরও একবার ফাইনালে এসেই থেমে যেতে হলো টেনিস র‌্যাঙ্কিংয়ের তিন নম্বর এই তারকাকে। এবারও প্রতিপক্ষ সেই নোভাক জকোভিচ।
প্রথম সেটটা ৬-৭(২/৭) ব্যবধানে জিতেছিলেন অ্যান্ডি মারে। কিন্তু এরপর মারেকে আর কোনো সুযোগই দেননি জকোভিচ। টানা তিনটি সেট ৭-৬ (৭/৩), ৬-৩, ৬-২ ব্যবধানে জিতে নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা। রয়টার্স।

No comments

Powered by Blogger.