ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রী- বাংলাদেশের মাটি সন্ত্রাসীদের ব্যবহার করতে দেওয়া হবে না

সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও বলেছেন, বাংলাদেশের ভূখণ্ড অন্য কোনো দেশের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করতে দেওয়া হবে না।
গতকাল মঙ্গলবার সফররত ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্দের সঙ্গে আলোচনার সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সুশীল কুমার সিন্দে এদিন সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী আরও বলেন, সন্ত্রাস মোকাবিলায় নয়াদিল্লি ও ঢাকা সঠিক অবস্থানে রয়েছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের পর বৈঠক সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। তিনি জানান, দুজনের মধ্যে সীমান্ত পরিস্থিতি এবং তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়েও আলোচনা হয়। আলোচনা শেষে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে বঙ্গবন্ধুর অসম্পূর্ণ আত্মজীবনী গ্রন্থ উপহার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে সকালে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন সুশীল কুমার সিন্দে।
দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে সুশীল কুমার সিন্দে গত সোমবার ঢাকায় আসেন।

No comments

Powered by Blogger.