কলাপাড়ায় চাষীদের সার বীজ সেচের টাকা বিতরণ

 কলাপাড়ায় চাষীদের মধ্যে ভুট্টা বীজ, সার, কীটনাশক, সেচ ও বীজের টাকা বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে রজপাড়া এলাকার ৫২ চাষীর একটি গ্রুপের প্রত্যেককে পাঁচ হাজার পাঁচ শ’ টাকা প্রদান করা হয়।
কলাপাড়া উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান আনুষ্ঠানিকভাবে এ টাকা বিতরণ করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচীর প্রকল্প ব্যবস্থাপক নেওয়াজ শরীফ বক্তব্য রাখেন। উপকূলের প্রান্তিক চাষীদের স্বাবলম্বী করতে একই জমিতে একাধিক ফসল ফলানোর জন্য ব্র্যাকের উদ্যোগে কলাপাড়ার ৪৬১ চাষীর মধ্যে ভুট্টা, সূর্যমুখী ও তরমুজ চাষের জন্য এসব সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে ২৩২জন ভুট্টা, ৮২ জন সূর্যমুখী এবং ১৪৭ চাষী তরমুজ আবাদের সব ধরনের সহায়তা পেল।

No comments

Powered by Blogger.