‘টেলিভিশন’ ছবির ক্যারাভ্যান

ক্যারাভ্যান, একটি গাড়ি। এই গাড়ি নিয়ে টেলিভিশন ছবির শিল্পী ও কলাকুশলীরা আজ থেকে ছুটে বেড়াবেন ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন প্রেক্ষাগৃহে এবং উল্লেখযোগ্য স্থানে।
আজ ঢাকাসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর ছবি টেলিভিশন। ফারুকী জানান, আজ শিল্পীরা ক্যারাভ্যান নিয়ে যাচ্ছেন বলাকা, মধুমিতা, সনি এবং টঙ্গীর চম্পাকলি প্রেক্ষাগৃহে। আগামীকাল শনিবার যাবেন নারায়ণগঞ্জ ও ডেমরার নিউ মেট্রো, মতিমহল ও চাঁদমহল প্রেক্ষাগৃহে। আগামী রোববার ময়মনসিংহের পূরবী ও জয়দেবপুরের বর্ষায়; সোমবার তাঁরা যাবেন খুলনার সংগীতায়। রোববার ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলবেন টেলিভিশন ছবির শিল্পী ও কলাকুশলীরা।
এ ছাড়া আগামী ফেব্রুয়ারি মাসজুড়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ‘মিট দ্য আর্টিস্ট’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এদিকে টেলিভিশন ছবির মুক্তি উপলক্ষে একাধিক টিভি চ্যানেলে আজ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন পরিচালক ও শিল্পীরা।
আজ চ্যানেল ওয়ানের ‘পাওয়ার ভয়েজ’ অনুষ্ঠানে থাকছেন ফারুকী ও তিশা। একাত্তর টিভিতে আজ রাত সোয়া নয়টায় ‘জয়তু’ অনুষ্ঠানে অংশ নেবেন ফারুকী, তিশা, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। অনুষ্ঠানটির সঞ্চালক আব্দুন নূর তুষার।

No comments

Powered by Blogger.