পদ্মা নদী থেকে বালু তোলায় চারঘাটে মামলা

রাজশাহীর চারঘাটে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে ভূমি অফিস। মঙ্গলবার রাতে সরদহ ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আবদুর রাজ্জাক ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫ জনের নামে এ মামলা করেন।
থানায় করা মামলার এজাহারে উল্লেখ করা হয়, উপজেলার মোক্তারপুর এলাকার ওয়াজ আলীর ছেলে সোনা মিয়া, মুন্তাজ আলীর ছেলে সাইফুল ইসলাম, আয়েজ উদ্দিনের ছেলে সেকেন্দার আলী, আতাহার আলীর ছেলে কুরবান আলী, এরশাদ আলীর ছেলে শাহিন আলী, হাসেন আলীর ছেলে সাদ্দাক আলী, শাহানুরের ছেলে তুষার আলী, গোলাম রসুলের ছেলে বিপ্লব আলী, পলান শেখের ছেলে আবদুল হান্নান ও আক্কাছ আলীর ছেলে জিল্লুর রহমানসহ ১০-১৫ জন দীর্ঘদিন ধরে অবৈধভাবে পদ্মা নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। এ প্রেক্ষিতে মঙ্গলবার অভিযুক্তদের ধরতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলমগীর কবীর বলেন, অভিযানে ১১৫ ট্রাক বালু জব্দ এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

No comments

Powered by Blogger.