ফুলবাড়ী সীমান্তে ফের বিএসএফের গুলি, আহত ২

 জেলার ফুলবাড়ী সীমান্তের কৃষ্ণানন্দ বকসী এলাকায় ভারতীয় নারায়ণগঞ্জ ক্যাম্পের বিএসএফ জওয়ানদের গুলিতে দু’বাংলাদেশী যুবক আহত হয়েছে। আহতরা হলেন এনামুল (২৮) ও মমিনুল (২৫)।
তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত ১০টায় এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। বর্তমানে ওই সীমান্তে বিজিবি ও বিএসএফ টহল জোরদার করেছে। এক সপ্তাহের ব্যবধানে আবারও বিএসএফের এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় ফুলবাড়ী উপজেলার ৩২ কিঃ মিঃ সীমান্তবর্তী গ্রামগুলোতে বিরাজ করছে আতংক।
সীমান্তবাসী সূত্রে জানাগেছে, আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৩১-এর পাশ দিয়ে ভারত-বাংলাদেশের যৌথ একটি চোরাকারবারি দল ৪০/৫০টি গরু নিয়ে বাংলাদেশ অভিমুখে আসতে থাকলে ভারতীয় নারায়ন গঞ্জ ক্যাম্পের টহলরত বিএসএফ তাদের লক্ষ্য করে ৪ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে বাংলাদেশী কৃষ্ণানন্দ বকসী গ্রামের তাফসীর আলীর পুত্র গরু ব্যবসায়ী এনামুল (২৮) এবং একই গ্রামের জাবেদ আলীর পুত্র গরু ব্যবসায়ী মমিনুল (২৫) গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়। আহতদের ফুলবাড়ী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

No comments

Powered by Blogger.