মুম্বাই হামলা-আইএসআইকে অব্যাহতির সিদ্ধান্তে ভারত হতাশ

মুম্বাই হামলায় নিউ ইয়র্কের আদালতে করা মামলা থেকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) এবং দুই সাবেক শীর্ষস্থানীয় গোয়েন্দা কর্মকর্তাকে দায়মুক্তি দেওয়ার সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে ভারত। এ দায়মুক্তির সিদ্ধান্তের কারণেই মামলা থেকে অব্যাহতি পেয়ে যাচ্ছে তারা।
গত বুধবার এক বিবৃতিতে হতাশার কথা জানায় ভারত।
২০০৮ সালে মুম্বাই হামলায় নিহতের স্বজনরা নিউ ইয়র্কের একটি আদালতে মামলা করে। এতে আইএসআই এবং এর সাবেক দুই পরিচালক আহমেদ সুজা পাশা ও নাদিম তাজের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এ সপ্তাহের শুরুতে ওই মামলায় নিউ ইয়র্ক আদালতে যুক্তরাষ্ট্র সরকারের একটি হলফনামা নথিভুক্ত করে। হলফনামায় যুক্তরাষ্ট্র আইএসআই এবং ওই দুই কর্মকর্তাকে দায়মুক্তি দেওয়ার সিদ্ধান্ত জানায়। যুক্তরাষ্ট্রের ওই হলফনামাকে গভীর উদ্বেগের বিষয় উল্লেখ করে ভারত বিবৃতিতে উল্লেখ করে, 'যুক্তরাষ্ট্র যেখানে প্রকাশ্যে মুম্বাই হামলাকারীদের বিচারের আওতায় আনার কথা বলে, সেখানে তাদের এ ধরনের সিদ্ধান্ত সত্যিই হাতাশাজনক।' সূত্র : ডন।

No comments

Powered by Blogger.