লকারবি হামলার তথ্য প্রকাশ করবে লিবিয়া



লকারবি বোমা হামলার ঘটনাসংশ্লিষ্ট সব তথ্য প্রকাশের ঘোষণা দিয়েছে লিবিয়ার নতুন সরকার। তবে তথ্য প্রকাশে অন্তত এক বছর লাগবে। যুক্তরাজ্যে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত মাহমুদ নাকুয়া এ কথা জানান।
স্কটল্যান্ডের লকারবিতে ওই বোমা হামলার ২৪তম বার্ষিকী উপলক্ষে লিবীয় সরকার এ পদক্ষেপ নিয়েছে। ওই হামলায় ২৭০ জনের প্রাণহানি ঘটেছিল।
হামলাকারী আবদুল বাসেত আল-মেগরাহি ২০০৯ সালে মুক্তির পর এ বছর মারা যান। লিবীয় গোয়েন্দা মেগরাহি প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ায় স্কটিশ পুলিশ তাঁকে বিশেষ বিবেচনায় মুক্তি দিয়েছিল। ভয়াবহ ওই বোমা হামলার ঘটনায় অভিযুক্তদের মধ্যে একমাত্র মেগরাহিই ছিলেন জীবিত। তবে এ ঘটনায় আরও কয়েকজন সন্দেহভাজন লিবীয় নাগরিক জড়িত রয়েছেন বলে স্কটিশ পুলিশ দাবি করেছে। তারা বলছে, সেসব সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজে বের করা হবে।
২০১১ সালে কর্নেল গাদ্দাফি সরকারের পতনের পর লকারবি হামলা নতুন করে আলোচনায় আসে। স্কটল্যান্ডের শীর্ষ কৌঁসুলি সম্প্রতি লিবিয়ার নতুন প্রধানমন্ত্রী কাছে এ বিষয়ে সাহায্য চেয়ে চিঠি লিখেছেন। যুক্তরাজ্য সরকারও বলেছে, তারাও ত্রিপোলিকে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে এবং সহায়তা করতে চাপ দিচ্ছে।
মাহমুদ নাকুয়া জানান, তথ্য প্রকাশ নিয়ে এখনো কোনো চুক্তি হয়নি। তবে তাঁরা এ-সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ করবেন। আর এটা তখনই সম্ভব হবে যখন লিবীয় সরকার সম্পূর্ণভাবে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে পারবে। এতে অন্তত এক বছর লাগবে। বিবিসি।

No comments

Powered by Blogger.