নিজের নামে কলেজ চায় না মালালা

নিজের নামে কলেজের নামকরণের সিদ্ধান্ত বাতিল করার অনুরোধ জানিয়েছে পাকিস্তানের কিশোরী মানবাধিকারকর্মী মালালা ইউসুফজাই। গতকাল শুক্রবার মালালা ফোন করে পাকিস্তানের সোয়াত জেলার এক কর্মকর্তার কাছে এ অনুরোধ জানায়।
সোয়াত জেলার সরকারি কর্মকর্তা কামরান রেহমান বলেন, মালালা তার নামে কলেজের নামকরণ না করার অনুরোধ জানিয়েছে। মালালার আশঙ্কা, তার নামে নামকরণ করা হলে ওই কলেজের শিক্ষার্থীদের ওপর তালেবান হামলা চালাতে পারে।
এদিকে মালালার নামে কলেজের নামকরণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সেখানকার শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। এ দাবিতে তারা ক্লাস বর্জনের পাশাপাশি কলেজ ফটকে থাকা মালালার ছবিও ছিঁড়ে ফেলেছে। শিক্ষার্থীদের দাবি, এ নামকরণের সিদ্ধান্ত বাতিল না হলে তাদের জীবন ঝুঁকিপূর্ণ হবে। উল্লেখ্য, গত অক্টোবরে পাকিস্তানের সোয়াত জেলার গভর্নমেন্ট গার্লস কলেজের নাম পরিবর্তন করে 'গভর্নমেন্ট পি. জি. মালালা ইউসুফজাই গার্লস কলেজ' রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্র : দ্য গার্ডিয়ান।

No comments

Powered by Blogger.