ভেজাল ও নিম্নমানের বীজ-প্রতারিত কৃষকরা উদ্ধার পাবেন কীভাবে?

 বেসরকারি বিভিন্ন কোম্পানির ভেজাল ও নিম্নমানের বীজ ব্যবহার করে দেশের প্রায় দেড় লাখ কৃষক এখন দিশেহারা। একমাত্র ঝলক ধান চাষ করেই প্রায় ৩০ হাজার হেক্টর জমির ফসল পুরোপুরি এবং পাঁচ হাজার হেক্টর জমির ফসল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কৃষি সম্প্রসারণ বিভাগের বরাত দিয়ে গতকাল সমকালের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত এ সম্পর্কিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
এর ফলে দেশে চলতি মৌসুমে তিন লাখ টন খাদ্যশস্য কম উৎপাদন হওয়ার আশঙ্কা রয়েছে। দেশে ধানসহ বিভিন্ন কৃষি উৎপন্নের জন্য প্রয়োজনীয় বীজের সিংহভাগই সরবরাহ করে থাকে বেসরকারি প্রতিষ্ঠান। কিন্তু কোনো কোনো প্রতিষ্ঠানের বীজ নিম্নমানের ও ভেজালমিশ্রিত বলে দীর্ঘদিন ধরে অভিযোগ থাকার পরও দায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় আমাদের গোটা কৃষি খাতেই ভয়াবহ উৎপাদন সংকট তৈরি হওয়ার আশঙ্কা বেড়েছে। ভেজাল ও নিম্নমানের বীজ ব্যবহারকারী কৃষকরা যেমন সরাসরি ক্ষতিগ্রস্ত হন, তেমনি দেশও খাদ্যশস্যসহ প্রয়োজনীয় ফসল প্রাপ্তি থেকে বঞ্চিত হয়। অথচ সরকার আগে থেকেই সতর্কতামূলক ও পর্যবেক্ষণমূলক ব্যবস্থা গ্রহণ করলে এ ধরনের সমস্যা থেকে বীজ ব্যবহারকারী কৃষক ও সরকার নিজে উপকৃত হতে পারেন। পত্রিকায় প্রকাশিত রিপোর্টে দেখা যায়, বীজ সরবরাহকারী কোম্পানিগুলো অধিকাংশ ক্ষেত্রে তাদের সরবরাহকৃত বীজের প্যাকেটের গায়ে কোম্পানির নামসহ প্রয়োজনীয় ব্যবহারবিধি ও দাম লিপিবদ্ধ করে না। সাধারণত ভবিষ্যতে মামলা এড়ানো ও সরকারি সংস্থার নজরদারির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এসব কোম্পানি এ ধরনের কৌশলের আশ্রয় নেয়। কৃষি বিভাগ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহায়তায় প্যাকেটের গায়ে প্রয়োজনীয় তথ্য সনি্নবেশ করা আছে কি-না তা তদারক করতে পারে বীজ লাগানোর মৌসুমে। এরপর এসব বীজের গুণাগুণ আগাম পরীক্ষার ব্যবস্থাও করা যায়। এর ফলে ভবিষ্যতে বেসরকারি বীজ কোম্পানিগুলোর পক্ষে ক্ষতিকারক বীজ সরবরাহ করার প্রাবল্য কমে যাবে। আমরা ভেজাল ও নিম্নমানের বীজ সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থদণ্ডসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই। তবে বীজ তদারকি ব্যবস্থাকে শক্তিশালী করা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কৃষি সম্প্রসারণ বিভাগ উন্নত বীজ উৎপাদন বৃদ্ধি ও তা সহজে সরবরাহের ব্যবস্থা করে কৃষকদের প্রতারণার হাত থেকে রক্ষা করায় এগিয়ে আসতে পারে। ক্ষতিগ্রস্ত কৃষক যাতে তাদের ফসল-ক্ষতি পুষিয়ে নিতে পারেন, সে জন্য শস্য-বীমা চালুর প্রস্তাবটি দ্রুত বাস্তবায়ন করা দরকার।
 

No comments

Powered by Blogger.