আট বছর বেতন পাচ্ছেন না ২৭ জন শিক্ষক কর্মচারী

এমপিওভুক্ত না হওয়ায় রাজবাড়ী শহরের কেন্দ্রস্থলে অবস্থিত অংকুর স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখায় কর্মরত ২৩ জন শিক্ষক ও চারজন কর্মচারী আট বছর ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। ফলে তাঁদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে।
বিদ্যালয়ের কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮৮ সালে অংকুর কলেজিয়েট স্কুল নামে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। ২০০৪ সালে এই শিক্ষাপ্রতিষ্ঠানে কলেজ (উচ্চমাধ্যমিক) শাখা খোলা হয়। এই কলেজ শাখায় ২৩ জন শিক্ষক ও চারজন কর্মচারী রয়েছেন। আট বছর ধরে তাঁরা কোনো বেতন পাচ্ছেন না।
২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে কর্মরত হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষিকা রেহেনা পারভীন বলেন, ‘বাড়ি অনেক দূরে হওয়ায় শহরে ভাড়াবাড়িতে থাকি। কিন্তু এতগুলো বছর হয়ে গেলেও কোনো বেতন পাইনি। ফলে খুব সমস্যার মধ্যে আছি।’ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক জিল্লুর রহমান বলেন, ‘আট বছর ধরে চাকরি করি, কিন্তু বেতন পাই না। এতে পারিবারিক ও সামাজিকভাবে বিভিন্ন ক্ষেত্রে হেয় প্রতিপন্ন হচ্ছি।’
এ ব্যাপারে শিক্ষাপ্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাইয়ার সুলতানা জানান, তাঁরা কলেজ শাখাকে এমপিওভুক্ত করার ব্যাপারে চেষ্টা করছেন।a

No comments

Powered by Blogger.