ডিনাও চলে গেলেন

ডিসেম্বরের প্রথম সপ্তাহে ১১৬ বছর বয়সে মারা যান বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি যুক্তরাষ্ট্রের বেস কুপার। তাঁর মৃত্যুর পর গিনেস বুকের এই খেতাবটা আসে তাঁরই স্বদেশি ডিনা মানফ্রেডিনির হাতে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে তিনিও চলে গেলেন।
গত সোমবার আইওয়ার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডিনার নাতনি লবি লগলি সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। ডিনার বয়স হয়েছিল ১১৫ বছর। মানফ্রেডিনি ১৮৯৭ সালের ৪ এপ্রিল ইতালিতে জন্মগ্রহণ করেন। ১৯২০ সালে তাঁর স্বামী রিকার্ডোর (প্রয়াত) সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। ২০০৪ সালে পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে ডিনা বলেন, 'বয়স হলেও আমি কাজ করি। কাজকে ভালোবাসি আমি।' সূত্র : জিনিউজ।

No comments

Powered by Blogger.