জর্জ বুশ এখনো মার্কিন প্রেসিডেন্ট!

শিনজো অ্যাবে এর আগে ২০০৬-০৭ সালে জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকাকালেমার্কিন প্রেসিডেন্ট ছিলেন জর্জ বুশ। এ কারণেই হয়তো এখনো তাঁর মাথায়বুশের নাম রয়েগেছে।
জাপানের পার্লামেন্ট নির্বাচনে জয়ের পর গতকাল মঙ্গলবার লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রধান ভাবী প্রধানমন্ত্রী অ্যাবেকে টেলিফোন করে অভিনন্দন জানান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে আলাপের কারণেই ব্যবসায়ী ও সাংবাদিকদের সঙ্গে প্রায় এক ঘণ্টা দেরিতে বৈঠকে বসেন শিনজো অ্যাবে। সেখানে তিনি দেরির কারণ ব্যাখ্যা করতে গিয়ে বারাক ওবামা আর জর্জ বুশকে গুলিয়ে ফেলেন।
ব্যবসায়ীদের শিনজো বলেন, মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন তিনি। উপস্থিত ব্যবসায়ী ও সাংবাদিকদের মধ্যে হাসাহাসি শুরু হলে শিনজো দ্রুত তাঁর ভুল বুঝতে পারেন। তিনি বলেন, জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিরাপত্তা জোটের বিষয়ে তিনি ও ওবামা একমত হয়েছেন। এএফপি।

No comments

Powered by Blogger.