একনেকে অনুমোদিত মেট্রোরেল প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা (একনেক) গতকাল মঙ্গলবার মেট্রোরেল প্রকল্প অনুমোদন করেছে। প্রকল্পটিতে ২১ হাজার ৯৮৫ কোটি টাকা ব্যয় হবে। এর মধ্যে ১৬ হাজার ৫৯৫ কোটি টাকার (৭৬ শতাংশ) জোগান দেবে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)।
বাকি অর্থ দেবে বাংলাদেশ সরকার।ঢাকা মহানগরের যানজট হ্রাস, গণপরিবহনব্যবস্থার আধুনিকায়ন ও এর মাধ্যমে আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটানোই এ প্রকল্পের লক্ষ্য।
প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মেট্রোরেলসহ মোট ২৬ হাজার ২৭১ কোটি টাকার আটটি প্রকল্প অনুমোদিত হয়। এর মধ্যে ১৯ হাজার ৪০২ কোটি টাকা প্রকল্প সাহায্য থেকে পাওয়া যাবে। বাকি ছয় হাজার ৮৬৯ কোটি টাকা আসবে সরকারের তহবিল থেকে।
‘ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট’ প্রকল্পের আওতায় তিন পর্যায়ে মেট্রোরেল প্রকল্প বাস্তবায়িত হবে। উত্তরা থেকে পল্লবী ও সোনারগাঁও হোটেল হয়ে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড রেললাইন নির্মিত হবে এ প্রকল্পে। পরিকল্পনা অনুযায়ী পল্লবী-সোনারগাঁও হোটেল অংশ ২০১৯ সালের মধ্যে শেষ হবে। সোনারগাঁও হোটেল-মতিঝিল অংশ ২০২০ সালের মধ্যে ও উত্তরা-পল্লবী অংশ ২০২২ সালের মধ্যে সম্পন্ন হবে।
অনুমোদিত অন্য প্রকল্প: সভায় অনুমোদিত ‘কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট’-এর আওতায় দক্ষিণ-পশ্চিমের উপকূলবর্তী ১২ জেলায় জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়ন করা হবে। এ ছাড়া প্রকল্প এলাকার গ্রামীণ দারিদ্র্য দূর করা হবে। প্রকল্পটিতে রয়েছে সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন, বাজারসুবিধা বৃদ্ধি ও জলবায়ুর পরিবর্তন প্রভাব মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধিমূলক বিভিন্ন কর্মকাণ্ড। এ প্রকল্প বাস্তবায়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলসহ (ইফাদ) আরও দুটি সংস্থা ৯৭৪ কোটি টাকা দেবে।
অন্য প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এক হাজার ১৪০ কোটি টাকার ‘রিচিং আউট অব স্কুল চিলড্রেন’ প্রজেক্ট। এর মধ্যে সরকার দেবে ৫৮ কোটি টাকা, বাকিটা প্রকল্প সাহায্য।
‘ট্রান্সফরমেশন অব এক্সিস্টিং নন-গভর্নমেন্ট স্কুলস ইনটু মডেল স্কুলস ইন সিলেক্টেড ৩১০ উপজেলা হেডকোয়ার্টার’ শীর্ষক প্রকল্পের পুরো ব্যয় ৪৬৬ কোটি টাকাই সরকার দেবে। ৮৭ কোটি টাকা সরকারি ব্যয়ে বাস্তবায়িত হবে সিলেট বিভাগীয় স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামে উন্নীতকরণ প্রকল্প।
বরিশাল-পটুয়াখালী সড়কে দপদপিয়া সেতু নির্মাণে ৯৬ কোটি টাকা সরকারি অর্থসহ মোট ব্যয় হবে ৩০২ কোটি টাকা।
৯৮০ কোটি টাকার সড়ক নেটওয়ার্ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ প্রকল্প-২-এ ৪৩৫ কোটি টাকা সরকারি অর্থায়ন, বাকিটা প্রকল্প সাহায্য।
উল্লাপাড়া-বেলকুচি সড়কের সোনাতলা ঘাটে করতোয়া নদীর ওপর ৩৪৭ দশমিক ২৯৫ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণে ব্যয় হবে ৮১ কোটি টাকা।

No comments

Powered by Blogger.