অর্থনৈতিক সংকট-বড়দিনের ছুটি বাতিল করে ওয়াশিংটনে ওবামা

অর্থনৈতিক সংকট (ফিসক্যাল ক্লিফ) মোকাবিলায় বড়দিনের ছুটি সংক্ষিপ্ত করে ওয়াশিংটনে ফিরছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। পরিবার ও বন্ধুদের নিয়ে বড়দিন উদ্যাপনে হোওয়াই গিয়েছিলেন তিনি। আজ বৃহস্পতিবারই তাঁর রাজধানীতে ফেরার কথা।
হোয়াইট হাউস গতকাল জানায়, 'ওবামা কাল (বৃহস্পতিবার) বিকেলে হোওয়াই ছাড়বেন। ফার্স্ট লেডি ও তাঁদের মেয়েরা বছরের শেষ কটা দিন সেখানেই কাটাবেন।' প্রেসিডেন্টের ফেরাটা অবশ্য অপ্রত্যাশিত কিছু নয়। গত সপ্তাহে হোওয়াইয়ের উদ্দেশে রওনা হওয়ার আগেই সাংবাদিকদের এ ইঙ্গিত দিয়েছিলেন তিনি। প্রসঙ্গত, সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাবি্লউ বুশের আমলে বিশেষ আইনের মাধ্যমে কর কমানো হয়েছিল। ওই আইনের মেয়াদ ছিল ১০ বছর। এ মাসেই তা শেষ হচ্ছে। এ আইনের নবায়ন বা নতুন আইন তৈরি করা না গেলে আগামী ১ জানুয়ারি থেকে স্বয়ংক্রিয়ভাবে আগের আইন (বিশেষ আইনের পূর্ববর্তী আইন) বলবৎ হবে। সে ক্ষেত্রে মার্কিন নাগরিকদের কর বাড়বে কয়েক গুণ। সরকারের দিক থেকেও কঠোর ব্যয় সংকোচন শুরু হবে। এই সংকটকেই ফিসক্যাল ক্লিফ নামে অভিহিত করা হচ্ছে। সূত্র : পিটিআই।

No comments

Powered by Blogger.