'ম্যান্ডেলা আগের চেয়ে সুস্থ আছেন'

হাসপাতালে চিকিৎসাধীন দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। হাসপাতালে ম্যান্ডেলার সঙ্গে সাক্ষাতের পর দেশটির বর্তমান প্রেসিডেন্ট জ্যাকব জুমা এ কথা জানান।
গত মঙ্গলবার সকালে বড়দিন উপলক্ষে জুমা ম্যান্ডেলার সঙ্গে সাক্ষাৎ করতে হাসপাতালে যান। এ সময় তাঁর সঙ্গে ম্যান্ডেলার স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যরাও ছিল।
সাক্ষাৎ শেষে জুমা এক বিবৃতিতে বলেন, 'আমি তাঁর কক্ষে ঢোকা মাত্রই তিনি আমার পারিবারিক নাম ধরে ডাকেন। তাঁকে এখন আগের চেয়ে অনেক বেশি সুস্থ দেখাচ্ছে। আমরা তাঁর মধ্যে এক ধরনের সজীবতা দেখতে পেয়েছি। এ ছাড়া তাঁর শারীরিক উন্নতিতে হাসপাতালের চিকিৎসকরাও আনন্দিত।'
৯৪ বছর বয়সী বর্ণবাদবিরোধী অবিসংবাদিত নেতা ম্যান্ডেলা গত ৮ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি ফুসফুসের সংক্রমণ ও পিত্তথলিতে পাথরসংক্রান্ত সমস্যায় ভুগছেন। সূত্র : নিউ ইয়র্ক টাইমস।

No comments

Powered by Blogger.