কে এই পলা?

পলা ব্রডওয়েল (৩৯) যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহযোগী। লন্ডনের কিংস কলেজ থেকে পিএইচডি করছেন। অত্যন্ত মেধাবী এই নারী একসময় সেনাবাহিনীতে ছিলেন। ওয়েস্ট পয়েন্ট একাডেমী থেকে স্নাতক করে ১৫ বছর সামরিক বাহিনীতে কাজ করেছেন।


পেট্রায়াস আফগানিস্তানে ন্যাটো বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালনের সময় তাঁদের পরিচয় হয়। নিজের বইয়ের জন্য তথ্য সংগ্রহে আফগানিস্তানে যান পলা। এ বইয়ের কারণেই একসঙ্গে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটান তাঁরা। ওই সময়ই উভয়ের সম্পর্ক গাঢ় হয়। আফগানিস্তানের ভেতরে বহু জায়গায় তাঁরা একসঙ্গে ঘুরেছেন। কখনো জিপে, কখনো হেলিকপ্টারে। বইটি শেষ করতে পলার প্রায় দুই বছর সময় লাগে। পলা স্বামী স্কট ব্রডওয়েলকে নিয়ে নর্থ ক্যারোলাইনার শার্লটে বসবাস করেন। দুটি সন্তান রয়েছে তাঁদের। সূত্র : বিবিসি, এএফপি।

No comments

Powered by Blogger.