যোগাযোগমন্ত্রী বললেন- রাস্তাঘাটের টাকা আত্মসাৎ হয়

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মহাসড়কের জন্য যে বরাদ্দ দেওয়া হয়, যদি তার শতকরা ৭০ ভাগও খরচ হতো, তাহলে এ দেশের রাস্তাঘাটের চেহারাই পাল্টে যেত। আমাদের দেশে রাস্তাঘাটের টাকা আত্মসাৎ হয়। ঠিকমতো কাজ হয় না। যেটুকু হয়, সেটার মান ভালো হয় না।’


গতকাল শনিবার সকালে গাজীপুরের টঙ্গী-নরসিংদী আঞ্চলিক সড়ক পরিদর্শন শেষে কালীগঞ্জ ফেরিঘাট এলাকায় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় গাজীপুর-৫ আসনের সাংসদ মেহের আফরোজ চুমকী, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহনওয়াজ দিলরুবা খান, গাজীপুরের সহকারী পুলিশ সুপার ফারুক হোসেন প্রমুখ মন্ত্রীর সঙ্গে ছিলেন।
যোগাযোগমন্ত্রী বলেন, মহাসড়কে দুর্ঘটনার জন্য শুধু বেপরোয়া ড্রাইভিংই দায়ী নয়, বেপরোয়া পথচারীরাও দায়ী। তিনি বলেন, ‘আমাদের ২০ বছরের স্বভাব ২০ মাসে পাল্টানো যাবে না। এটা আমাদের বুঝতে হবে। পথচারী, চালকসহ সবাইকে বেপরোয়া স্বভাব পরিবর্তন করতে হবে।’
যোগাযোগমন্ত্রী আরও বলেন, ‘আমরা যেকোনো মূল্যে মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক, জাতীয় মহাসড়ক থেকে অবৈধ গাড়ি দুই মাসের মধ্যে তুলে নেব। তবে এসব গাড়ি ফিডার সড়কে চলবে।’ তিনি বলেন, ‘এসব গাড়ির ব্যাপারে পরবর্তী সময়ে স্থায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত এগুলো মহাসড়কে চলবে না।’

No comments

Powered by Blogger.