মিয়ানমারে দাঙ্গা বন্ধে উদ্যোগ নিতে সরকার ও সু চির প্রতি আহ্বান

মিয়ানমারের সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধে দেশটির প্রেসিডেন্ট থেইন সেইন ও বিরোধীদলীয় নেত্রী অং সান সু চিকে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে ব্রাসেলসভিত্তিক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। গতকাল শনিবার সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, জনমত যাচাই করে রোহিঙ্গা ও রাখাইনদের সাম্প্রদায়িক দাঙ্গা নিরসন করার এখনই উপযুক্ত সময়।


আর এ জন্য দেশটির শীর্ষ রাজনৈতিক নেতাদের এগিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে ব্যর্থ হলে ইস্যুটি দেশের জন্য আরো ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।
সুচি সম্পর্কে সংগঠনটি বলে, সু চি গত সপ্তাহে বিষয়টি নিয়ে আলোচনায় বসতে আগ্রহী হলেও তিনি তা করতে ব্যর্থ হয়েছেন, এমনকি তিনি এখন পর্যন্ত এ ব্যাপারে তাঁর অবস্থান পরিষ্কার করেননি। রোহিঙ্গা ইস্যুতে সু চির নীরবতা তাঁর জনপ্রিয়তা কমাবে বলেও মনে করে সংগঠনটি।
ট্রেনে আগুন, নিহত ২৫ : উত্তর মিয়ানমারে গত শুক্রবার পেট্রলবাহী একটি ট্রেনে আগুন লেগে ২৫ জন নিহত এবং ৬২ জন আহত হয়েছে। রেল কর্তৃপক্ষ অগি্নকাণ্ডের সঠিক কারণ জানাতে পারেনি। সূত্র : এফপি, বিবিসি।

No comments

Powered by Blogger.