রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে কাল ঢাকায় আসছেন হিনা

ইসলামাবাদে অনুষ্ঠেয় ডি-৮ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার কাল শুক্রবার ঢাকায় আসছেন। তিনি ওই দেশের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিশেষ দূত হিসেবে প্রধানমন্ত্রীর কাছে আমন্ত্রণপত্র হস্তান্তর করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অণু বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল বুধবার প্রথম আলোর কাছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের বিষয়টি নিশ্চিত করেন।


পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার প্রথমবারের মতো বাংলাদেশ সফর করছেন। সফরকালে তিনি প্রায় ১২ ঘণ্টা ঢাকায় অবস্থান করবেন। এ সময় ডি-৮ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমন্ত্রণপত্র দেওয়ার পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠকের কথা রয়েছে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর।
পাকিস্তানের প্রেসিডেন্টের বিশেষ দূত হিসেবে গত ২৫ অক্টোবর হিনা রাব্বানির ঢাকা সফরের কথা ছিল। তবে অনিবার্য কারণে ওই সফর স্থগিত হয়ে যায়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ডি-৮ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর এখনো নিশ্চিত নয়। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী না গেলে পররাষ্ট্রমন্ত্রী ডি-৮ শীর্ষ সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দেবেন। ১৯ থেকে ২২ নভেম্বর ইসলামাবাদে ডি-৮ শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে।
বর্তমান সরকারের আমলে হিনা রাব্বানির সফর হবে দুই দেশের মধ্যে মন্ত্রী পর্যায়ের উল্লেখযোগ্য সফর। দুই পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসলে ’৭১-এর মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর গণহত্যার জন্য পাকিস্তানের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ও সম্পদের হিস্যার মতো অমীমাংসিত প্রসঙ্গগুলো আলোচনায় আসবে।

No comments

Powered by Blogger.