ড্যান ডাব্লিউ মজিনা বললেন-যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিশ্বাস করে

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, 'যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ উভয়ই গণতান্ত্রিক ঐতিহ্য ও শাসনব্যবস্থায় বিশ্বাস করে। গণতান্ত্রিক শাসনব্যবস্থা একটি চলমান প্রক্রিয়া, যা বর্তমানে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে চলমান। এই প্রক্রিয়া চলমান থাকবে এবং আরো বেশি শক্তিশালী হবে।' গতকাল বুধবার সকালে ঢাকার গুলশানের ওয়েস্টিন হোটেলে বাংলাদেশে বসবাসরত আমেরিকানদের ভোট অনুষ্ঠান শুরুর আগে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।


ড্যান ডব্লিউ মজিনা বলেন, 'যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে গণতান্ত্রিক শাসনব্যবস্থা কোনো একাডেমিক বিষয় নয়, যুক্তরাষ্ট্র গণতন্ত্র চর্চা করে। এই নির্বাচনের মধ্য দিয়ে তা আরো বেশি প্রতিষ্ঠা পেয়েছে।' তিনি বলেন, 'শুধু যুক্তরাষ্ট্রেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত আমেরিকানরা গণতান্ত্রিক উপায়ে সুন্দরভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।'
মজিনা বলেন, 'আমরা আজ (বুধবার) যে শুধু ২০১২-এর আমেরিকান প্রেসিডেন্সিয়াল এবং কংগ্রেসের নির্বাচনের প্রত্যক্ষ্যদর্শী তা নয়, আজকের এই সকালে আমরা গণতন্ত্রেরও প্রত্যক্ষদর্শী। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের গণতান্ত্রিক অভিজ্ঞতায় দেখা গেছে, গণতন্ত্র বিকশিত হয় এবং তা সত্যিই সুন্দর।'

No comments

Powered by Blogger.