মমতাকে সুপ্রিম কোর্টের নোটিশ

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারের প্রধান স্বাস্থ্য উপদেষ্টা পদে বিতর্কিত চিকিৎসক সুকুমার মুখার্জির নিয়োগ চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ নোটিশ দেওয়া হয়।


স্বাস্থ্য বিভাগের প্রধান উপদেষ্টা পদে সুকুমারের নিয়োগকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে একটি আবেদন করেন আরেক চিকিৎসক কুনাল সাহা। তিনি আদালতের কাছে ওই নিয়োগ বন্ধের আদেশ চান। তাঁর অভিযোগ, ওই নিয়োগের সঙ্গে মমতার সংশ্লিষ্টতা রয়েছে।
বিবাদির তালিকায় মমতার নাম উল্লেখ করা হলেও হাইকোর্ট এ ব্যাপারে তাকে নোটিশ জারি করতে অপারগতা প্রকাশ করে। কুনাল পরে সুপ্রিম কোর্টে আবেদন করেন। বিচারপতি আর এম লোধা এবং অনিল আর দেবের বেঞ্চ গতকাল শুক্রবার মমতার বিরুদ্ধে এ ব্যাপারে কারণ দর্শানোর নোটিশটি দেন। নিজের দলে এই নিয়োগের বৈধতা নিয়ে তিনি কেন চ্যালেঞ্জ করেননি, নোটিশে তার জবাব দিতে বলা হয়েছে। সূত্র : হিন্দুস্তান টাইমস।

No comments

Powered by Blogger.