অবশেষে বিয়ে করলেন লাক্স-তারকা অভিনেত্রী আলভী

চাচাতো ভাই আমির হাসানের সাথে টানা দীর্ঘ নয় বছর প্রেম করে অবশেষে বিয়ে করলেন লাক্স-তারকা অভিনেত্রী আলভী। অনেকটা হুট করেই বিয়ের কাজটি সেরে ফেললেন লাক্স-তারকা অভিনেত্রী আলভী। বর আমির হাসান। পেশায় ব্যবসায়ী। নাট্যদল দেশ নাটকের সাথে জড়িত।

পাশাপাশি টিভি নাটকে অভিনয় এবং পরিচালনার কাজটিও করছেন। চলতি মাসের ১১ অক্টোবর রাজধানীর মিরপুরের পল্লবীতে আলভীর খালার বাসায় তাদের বিয়ের অনুষ্ঠানিকতা হয়। বিয়েতে শুধু উভয় পক্ষের আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।
হঠাৎ করে বিয়ের প্রসঙ্গে আলভী বলেন, ‘আমাদের প্রেমের সম্পর্ক নয় বছরের। সম্পর্কে চাচাতো ভাইবোন। নয় বছর আগে ১১ অক্টোবর তারিখে আমরা একে অপরকে পছন্দের কথাটা জানিয়েছিলাম। এরপর প্রতি বছরের ১১ অক্টোবর নিজেদের আমরা এই দিনটাকে উদযাপন করতাম। ইচ্ছে ছিল ১১ অক্টোবর বিয়েও করার। তবে এত তাড়াতাড়ি যে বিয়ে করব, তা ভাবিনি। হঠাৎ করে যখন বিয়ের কথাবার্তা হচ্ছিল, তখন আমাদের সামনে ১১ অক্টোবর তারিখ পেয়ে গেলাম। এটা একরকম কাকতালীয় বলতে পারেন। খুবই ভালো লাগছে ভালোবাসার মানুষকে বিয়ে করতে পেরে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

আলভী বলেন, ‘আয়োজনটা যেহেতু খালার বাসায় হয়েছে, তাই টিভি, চলচ্চিত্র আর সংবাদমাধ্যমের কাউকে আমন্ত্রণ জানাতে পারিনি। ইচ্ছে আছে পরে সবাইকে নিয়ে একটি অনুষ্ঠান করার।’

আলভীর স্বামী আমির হাসানও প্রিয় মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আনন্দিত। তিনি বলেছেন, ‘মনের মানুষকে নিজের করে পেয়ে আমি অনেক খুশি।’

বিয়ের পর থেকে দুজনই নাটকের শুটিং বন্ধ রেখেছেন।

এ প্রসঙ্গে আলভী বলেন, বিয়ের পর সংসার গোছানোর ব্যাপার থাকে। এবার ঈদের পরিকল্পনা এখনো ঠিক হয়নি। দু-এক দিনের মধ্যে সব চূড়ান্ত হবে। তবে এ কথা বলতে পারি, অন্য যেকোনো ঈদের চেয়ে এবারের ঈদ আমাদের জন্য অন্য রকম হবে।

বিয়েটা ক্যারিয়ারে প্রভাব ফেলবে না উল্লেখ করে আলভী বলেন, ‘আমরা দু’জনই যেহেতু মিডিয়ার মানুষ। তাই আমাদের বোঝাপড়া অন্য যে-কারো থেকে ভালো হবে এটা বিশ্বাস করি। সুতরাং আমাদের ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলতে পারবে বলে মনে হয় না। নাটকে ফেরা প্রসঙ্গে বলেন, ‘নতুন নাটক হাতে নেয়া আপতত কিছু দিন বন্ধ রেখেছি। চলমান  কাজ কিন্তু বন্ধ করিনি।’

২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন আলভী।

এর পর থেকে নিয়মিত টিভিনাটক ও বিজ্ঞাপনচিত্রে কাজ করছেন।

তার প্রথম নাটক ছিল সাইফুল ইসলাম মাননুর চলো না বৃষ্টিতে ভিজি।

এ ছাড়া আলভীর উল্লেখযোগ্য নাটক হচ্ছে পত্রমিতালি, গৃহদাহ, দেনা-পাওনা, রাজলক্ষ্মী শ্রীকান্ত, মনরঙ্গিলা, টাট্টুঘোড়া, উত্তরাধিকার, অলসপুর, লেডিস ফার্স্ট, গুলশান এভিনিউ।

No comments

Powered by Blogger.