যা কিছু প্রথম

যা কিছু প্রথম, তা সব সময়ই প্রথম। হতে পারে, প্রথম আবিষ্কৃত তথ্যটা হয়তো পরে দেখা গেল প্রথম নয়, তারও আগে কিছু আছে। কিন্তু সেটিও হবে প্রথম। কাজেই প্রথম চিরকালই প্র
থম।যানজট ও শব্দদূষণ
যানজটের কারণে এখন আমাদের প্রাণ ওষ্ঠাগত। কিন্তু অবাক হতে হয় প্রাচীন রোমের মানুষও যানজটসমস্যার মুখোমুখি হয়েছিল। খ্রিষ্টপূর্ব ১১০ সালের দিকে রোমবাসী যানজট ও এর ফলে সৃষ্ট বিভিন্ন ধরনের বিকট আওয়াজের কারণে বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যায় আক্রান্ত হতো।
ওই সময়ে রোম নগরে যান্ত্রিক যানবাহন ছিল না, বলাই বাহুল্য। কিন্তু যেসব যানবাহন ছিল, সেগুলোই রোমের রাজপথে যথেষ্ট যানজট সৃষ্টি করত। খ্রিষ্টপূর্ব ১১০ সালের দিকে একটি দুর্লভ সাহিত্যকর্মে ওই সময়ে রোমের দুর্বল নগর পরিকল্পনার কারণে যানজট ও যানজটসৃষ্ট আওয়াজের কথা বলা আছে। সেখানে আরও বলা হয়েছে, যানজটের কারণে রোমের মানুষ বিভিন্ন ধরনের অসুখে আক্রান্ত হচ্ছে। এর মধ্যে হূদেরাগ ও ইনসমনিয়ার কথাও ছিল। রোমের সরু রাস্তায় ছুটে চলা শকটের বিকট আওয়াজের কারণে যে অনেক সময় সম্রাটেরাও নির্ঘুম রাত কাটাতেন, সে বিষয়ও ওই সাহিত্যকর্মে উল্লেখ করা হয়েছে।
 দ্য পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল

No comments

Powered by Blogger.