রেজওয়ানুলের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বসছে বাংলাদেশ

নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ভবনে হামলার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি যুবক রেজওয়ানুল আহসান নাফিসের বিষয়ে জানতে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।


গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এ তথ্য জানান। আজ শনিবার ঢাকায় অনুষ্ঠেয় মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশি বন্ধুদের সম্মাননা দেওয়ার বিষয়ে জানাতে গতকাল এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের বৈঠক হবে বাংলাদেশ সময় (শুক্রবার) রাত ১০টায়। তিনি বলেন, ‘রেজওয়ানুলের জাতীয়তার বিষয়টি নিশ্চিত হলে আমরা মার্কিন সরকারের কাছে কনস্যুলার একসেস (বন্দীর সঙ্গে একজন কূটনীতিকের কথা বলার সুযোগ) চাইব।’
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা তাঁর জাতীয়তা সম্পর্কে নিশ্চিত নই। সে বাংলাদেশি হতে পারে, আবার মার্কিন নাগরিকও হতে পারে। এমনকি তাঁর দ্বৈত নাগরিকত্বও থাকতে পারে। তাঁর নাগরিকত্বের বিষয়ে নিশ্চিত হওয়ার পর সরকার পরবর্তী পদক্ষেপ ঠিক করবে।’
গতকাল যাত্রাবাড়ীর বাসায় গিয়ে রেজওয়ানুলের কয়েকজন আত্মীয়স্বজনকে পাওয়া যায়। তাঁদের দাবি, ‘রেজওয়ানুলকে ফাঁসানো হয়েছে।’
বাবা আহসানউল্লাহ প্রথম আলোকে জানান, পরিবারের লোকজন এখন গণমাধ্যমের ওপর নজর রাখছে। ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্রে থাকা স্বজনদের সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে।
এদিকে রেজওয়ানুলের সম্পর্কে খোঁজখবর নিচ্ছে ঢাকার পুলিশও। তিনি কাদের সঙ্গে মিশতেন, কারা তাঁর বন্ধু ছিল, তাঁর বন্ধুদের কেউ মৌলবাদী বা উগ্রপন্থী সংগঠনের সঙ্গে জড়িত কি না—এসব বিষয়ে খোঁজ করছে পুলিশ। তবে গতকাল পর্যন্ত তাঁর সম্বন্ধে বিশেষ কোনো তথ্য পাওয়া যায়নি।

No comments

Powered by Blogger.