বাংলাদেশ সম্মাননা জানালো ৬১ যুদ্ধবন্ধুকে

মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ৬১ বিদেশী যুদ্ধবন্ধুকে সম্মাননা জানিয়েছে বাংলাদেশ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বন্ধুদের সম্মাননা জানানো হয়।

প্রেসিডেন্ট মো. জিল্লুর রহমান. প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশি বন্ধুদের হাতে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ ও ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ তুলে দেন।  এবার  যে ৬১ জনকে সম্মাননা দেয়া হয়েছে তাদের মধ্যে ৪৯ জন ভারতীয়, এক জন নেপালি, একজন ভিয়েতনামের, তিনজন বৃটেনের, দু’জন মার্কিন যুক্তরাষ্ট্রের, দুজন সুইডেনের, দুজন অস্ট্রেলিয়ার এবং একজন ইতালির।
এদের মধ্যে ভারতের সাবেক প্রধানমন্ত্রী আই কে গুজরাল ও নেপালের প্রয়াত প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালাকে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ দেয়া হয়েছে। তাদের প্রতিনিধিরা সম্মাননা নিচ্ছেন। বাকি ৫৯ জন পান ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা।’ এর মধ্যে দুটি প্রতিষ্ঠান বা সংগঠন, এগুলো হচ্ছে ভারতের আনন্দবাজার পত্রিকা এবং বিশ্ব শান্তি পরিষদ।
এবার সম্মাননা পাওয়া অন্য বন্ধুরা হলেন:

ভারতের দিলীপ চক্রবর্তী, নারায়ণ দেশাই, মানস ঘোষ, আফজাল হোসেন, আহম্মদ হোসেন, হিরন্ময় কারলেকার, অঞ্জলী লাহিড়ী, ড. অশোক মিত্র, পঙ্কজ সাহা, ক্যাপ্টেন (অব.) এম এন আর সামন্ত, প্রফেসর তরুণ স্যানাল, পবিত্র সরকার, রবীন সেনগুপ্ত, ব্রিগেডিয়ার সান সিং (মহাবীর চক্র), কর্নেল (অব) অশোক তারা (বীরচক্র), উপেন তরফদার, প্রয়াত মনসুর আলী, প্রয়াত বেগম গৌরী আইয়ুব,  প্রয়াত কাইফি আজমী, প্রয়াত দীপেন্দ্র বন্দ্যোপাধ্যায়, প্রয়াত শিবনাথ ব্যানার্জী, প্রয়াত অনিল ভট্টাচার্য, প্রয়াত ভূপেন দত্ত ভৌমিক, প্রয়াত ডা. শিশির কুমার বসু, নীরেন্দ্র নাথ চক্রবর্তী, প্রায়ত নৃপেন চক্রবর্তী, প্রয়াত মৈত্রেয়ী দেবী, বি বি দত্ত, শহীদ ল্যান্স নায়েক আলবার্ট এক্কা (পরম বীর চক্র), সন্তোষ কুমার ঘোষ, প্রয়াত ড. ফুলরেণু গুহ, প্রয়াত ভূপেশ গুপ্ত, গোবিন্দ হালদার, প্রয়াত কল্পনা দত্ত যোশী, প্রয়াত মাওলানা আবদুল লতিফ, প্রয়াত গৌরী প্রসন্ন মজুমদার, প্রয়াত দিলীপ মুখার্জী, প্রয়াত ব্রিগেডিয়ার টম পাণ্ডে (মহাবীর চক্র), প্রয়াত জগজীবন রাম, প্রয়াত চন্দ্র রাজেশ্বর রাও, প্রয়াত প্রফেসর নীহার রঞ্জন রায়, প্রয়াত ক্যাপ্টেন উইলিয়ামসন সাংমা, প্রয়াত প্রণবেশ সেন (আকাশবাণী), প্রয়াত ড. ত্রিগুণা সেন, প্রয়াত অমিয় তরফদার,  যুক্তরাজ্যের শশাঙ্ক ব্যানার্জি, স্যার উইলিয়াম মার্ক টালি, প্রয়াত ডোনাল্ড চেজওয়ার্থ, ভিয়েতনামের মাদাম বিন, অস্ট্রেলিয়ার ক্লিফটন ও প্রায়ত ডা. জিওফ্রে ডেভিস, মার্কিন যুক্তরাষ্ট্রের জোয়ান এ ডাইন, টমাস এ ডাইন, সুইডেনের লারস লিজনবার্গ, ফন স্ট্রমবাগ, ইতালির ফাদার মারিনো রিগন।

ছবিঃ বাংলানিউজ

No comments

Powered by Blogger.