সেরা সাঁতারুরা

সাঁতারের কথা বললে এক লাফে উঠে আসে মাইকেল ফেলপেসর নাম। অলিম্পিকে বাজিমাত করা যুক্তরাষ্ট্রের এই সাঁতারু জগৎসেরা হয়েছেন কঠোর চর্চার গুণে। কিন্তু প্রকৃতিতে এমন অনেক সাঁতারু প্রাণী আছে, যারা জন্ম থেকেই সাঁতারু।


হাঁসসহ বিভিন্ন জলচর পাখির ছানা ডিম থেকে ফোটেই সাঁতারের গুণ নিয়ে। একটি হাঁসের ছানাকে পানিতে ছেড়ে দাও, তরতর করে সাঁতার কেটে বেড়াবে। ডাঙার প্রাণী গরু, ঘোড়া, মহিষ, বাঘ ও ভালুকও সাঁতারে পাকা। তবে হরদম সাঁতার কেটে বেড়ায় যেসব প্রাণী, এর মধ্যে ১ নম্বরে রয়েছে মাছ। এই মাছের মধ্যে সেরা কে?
বিজ্ঞানীদের দেওয়া তথ্য অনুযায়ী, মাছের মধ্যে সবচেয়ে দ্রুত সাঁতার কাটতে পারে সামুদ্রিক মাছ সেইল ফিশ। এদের জ্ঞাতি ভাই কালো মারলিনের সাঁতারের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৮০ মাইল রেকর্ড করা হয়েছে।
জলচর স্তন্যপায়ী প্রাণীর মধ্যে ওরকা বা খুনে তিমি (কিলার হোয়েল) ঝানু সাঁতারু। এরা ঘণ্টায় সর্বোচ্চ ৫৫ মাইলের বেশি বেগে ছুটতে পারে। উত্তর প্রশান্ত মহাসাগরের স্তন্যপায়ী প্রাণী ডালস পরপয়েজও (ডলফিনের মতো দেখতে) একই বেগে সাঁতার কাটতে পারে। আকাশে ডানার বাহাদুরিতে সেরা সাইবেরিয়ার সুইফট পাখি। ঘণ্টায় ১০০ মাইলের বেশি বেগে উড়তে পারে এরা। কিন্তু সাঁতারে কোন পাখি সেরা? সে কৃতিত্ব দিতে হবে জেন্টু পেঙ্গুইনকে। পানিতে থাকা অবস্থায় খুনে তিমি যখন এদের দিকে ধেয়ে আসে, তখন ঘণ্টায় প্রায় ২২ মাইল বেগে সাঁতরায় এরা। উভচর প্রাণী কাছিমের মধ্যে সাঁতারে সেরা লেদারব্যাক কাছিম। এদের পিঠে শক্ত খোলসের বদলে রয়েছে ত্বকের আবরণ। এরাও জেন্টু পেঙ্গুইনের মতো একই বেগে সাঁতরাতে পারে। সামুদ্রিক প্রাণী স্কুইডের গতি আবার ওদের চেয়ে বেশি। স্কুইড ঘণ্টায় সর্বোচ্চ ২৫ মাইল বেগে সাঁতরাতে পারে। সাগরের বিশালদেহী সাঁতারুর মধ্যে স্কুইড একটি। সাগরের সবচেয়ে বিশালদেহী সাঁতারু হচ্ছে নীল তিমি। এরা ১০০ ফুট পর্যন্ত দীর্ঘ হতে পারে। বিজ্ঞানীদের মতে, সবচেয়ে ধীরগতির সাঁতারু হচ্ছে ঘোড়া মাছ। ঘণ্টায় মাত্র ১ শতাংশ মাইল (১০০ মাইলের এক ভাগ) গতিতে সাঁতার কাটে এরা। অনেক মাছ পিছু হটে সাঁতার কাটে। এর মধ্যে সামুদ্রিক বাইন (ইল) একটি।
 শরিফুল ইসলাম ভূঁইয়া
সূত্র: ওয়াইল্ডলাইফ প্রমিজ

No comments

Powered by Blogger.