সুইজারল্যান্ডকে চিঠি লেখার বিষয়ে মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয়নি : সরকার-জবাব 'অগ্রহণযোগ্য' : সুপ্রিম কোর্ট

প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা চালু করতে না চাওয়ার সরকারি অবস্থানকে 'অগ্রহণযোগ্য' বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। সুইজারল্যান্ড সরকারকে চিঠি লেখার বিষয়ে সরকারের অবস্থান জানানোর জন্য আজ ২৫ জুলাই পর্যন্ত তাদের সময় বেঁধে দেওয়া হয়।


এর আগে গতকাল মঙ্গলবারই সরকারের তরফ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের মামলা চালু করতে সুইস কর্তৃপক্ষকে চিঠি দিতে পারেন না।
সরকারপক্ষের জবাবে আরো বলা হয়, সংবিধান অনুসারে প্রধানমন্ত্রীর এ বিষয়ে মন্ত্রিসভার অনুমোদন প্রয়োজন হবে। এ জাতীয় কোনো অনুমোদন প্রধানমন্ত্রী পাননি। কেননা মন্ত্রিসভা এ পর্যন্ত বিষয়টিতে কোনো সিদ্ধান্ত নেয়নি। এ ছাড়া এতে আদালতের ১২ জুলাইয়ের আদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়। তবে সাত বিচারকের এ প্যানেলের প্রধানমন্ত্রীকে তলব করার এখতিয়ার নেই বলেও এতে মন্তব্য করা হয়।
সরকারের এ জবাব পাওয়ার পরপরই তাতে আপত্তি তোলেন আদালত। বিষয়টি নিয়ে সরকারের অবস্থান গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তাঁরা।
এর আগে গত ১২ জুলাই সুইজারল্যান্ড সরকারকে চিঠি লিখতে নবনিযুক্ত প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফকে ২৫ জুলাই পর্যন্ত সময় দেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। ব্যর্থ হলে তাঁকেও বিচারের মুখোমুখি হতে হবে বলে সতর্ক করে দিয়েছেন আদালত। জারদারির বিরুদ্ধে মামলা চালু করতে ব্যর্থ হওয়ার অভিযোগে গত ১৯ জুন সুপ্রিম কোর্ট তৎকালীন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করেন। একই সঙ্গে তাঁকে প্রধানমন্ত্রীর পদে অযোগ্য ঘোষণা করেন। প্রেসিডেন্ট 'দায়মুক্তি' ভোগ করেন_এমন যুক্তিতে গিলানি ওই মামলা চালুর উদ্যোগ নেননি।
ড্রোন হামলায় ১০ জঙ্গি নিহত : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আফগান সীমান্তবর্তী এলাকায় যুক্তরাষ্ট্রের ড্রোন (চালকবিহীন বিমান) হামলায় অন্ততপক্ষে ১২ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। গতকাল এই হামলা চালানো হয় বলে পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন। সূত্র : দ্য ডন, এএফপি।

No comments

Powered by Blogger.