কিশোর বয়সের প্রেম

আমাদের দেশে কিশোর বয়সে প্রেম একটি মারাত্মক সমস্যা। অবশ্য কিশোর বয়সের প্রেমকে সমস্যা বললে ভুল হবে। বয়ঃসন্ধিকালের চিরন্তন আবেগের কারণেই এই প্রেম ছুঁয়ে যায় টিনেজারদের মনের কোনে। দেখা যায় অনেক কিশোর কিশোরী প্রেম করে নিজেদের সিদ্ধান্তে বিয়ে করে। পরবর্তীতে তাদের জীবনে নেমে আসে বিপর্যয়। হয় বিবাহ বিচ্ছেদ নয়তোবা প্রেম বিচ্ছেদ। ফলে তারা হয়ে ওঠে বিপথগামী।

জিটিভির নিয়মিত সরাসরি অনুষ্ঠান ‘ঘর মন জানালা’। ঘর মন জানালার এবারের পর্বে আলোচনা করা হবে ‘কিশোর বয়সের প্রেম’ নিয়ে। আলোচনায় ওঠে আসবে কিশোর বয়সের নানা সমস্যা ও সম্ভাবনা। আলোচনায় অংশগ্রহণ করবেন মনোবিজ্ঞানী ফরিদা আক্তার।
‘ঘর মন জানালা’ মানুষের মন ও মনস্তাত্বিক বিষয়ক একটি সরাসরি অনুষ্ঠান। আমাদের জীবনে ঘটে যাওয়া ঘটন-অঘটন, সম্পর্কের অপূর্ণতা, টানা পোড়েন নিয়েই সাজানো এই অনুষ্ঠানের মধ্য দিয়ে উঠে আসবে আমাদের না বলা কথা, মিলবে মনের হাজারো প্রশ্নের উত্তর, জাগবে নতুন প্রাণ, নির্দেশনা পাবে অমীমাংসিত সম্পর্ক। প্রতি পর্বে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অনন্ত জাহিদের প্রযোজনায় ও শবনম আজীমের উপস্থাপনায় অনুষ্ঠানটি বৃহস্পতিবার রাত ১১টায় জিটিভিতে সরাসরি সম্প্রচার হবে।

No comments

Powered by Blogger.