কুকুরের সার্ফিং প্রতিযোগিতা

সম্প্রতি শেষ হলো কুকুরের সার্ফিং প্রতিযোগিতা। সত্যিই এক আকর্ষণীয় প্রতিযোগিতা এটি। সার্ফিং ব্যাপারটি মানুষের জন্যও এত সহজ নয়। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ভারসাম্য রক্ষা করে চলতে চায়। বাংলা ভাষায় সার্ফিং শব্দটিকে বলা হয়েছে তরঙ্গক্রীড়া। যদিও বাংলাদেশে এ খেলাটির প্রচলন নেই বললেই চলে।


শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর আরও অনেক দেশে এ খেলাটির কোন অস্তিত্ব নেই। তাতে কি-ই বা যায়-আসে। পশ্চিমাদের কুকুর কিন্তু সার্ফিংয়ে মোটেও পিছিয়ে নেই। যুক্তরাষ্ট্রের সাউথ ক্যালিফোর্নিয়ায় এবার বসেছিল কুকুরদের বিশ্ব সার্ফিং আসর। ৫০টি প্রতিযোগী কুকুর অংশ নিয়েছিল এ আসরে। বয়সের মাপকাঠিতে ছোট, বড় ও দ্বৈতÑ এ তিনটি গ্রুপে অংশ নেয় প্রতিযোগীরা। বেঁধে দেয়া দশ মিনিটে শেষ হয় প্রত্যেকের সার্ফিং। চার পায়ে প্রাণী হিসেবে কুকুরদের সার্ফিং প্রতিযোগিতা সত্যিই নজরকাড়া এক বিনোদন। বিশ্বজুড়ে এ আসরটি লোয়েস কোরোনাডো বে রিসোর্ট সার্ফ ডগ কম্পিটিশন নামে পরিচিত।

No comments

Powered by Blogger.