সত্যিকারের সবজান্তা-সংগীত

 বিটোফেন তাঁর নিজের তৈরি সিম্ফনি কখনো শুনতে পারেননি। কারণ, তিনি ছিলেন শ্রবণ-প্রতিবন্ধী।
 পল গোল্ডমার্ক ১৯৪৮ সালে এলপি (লং প্লেয়িং) রেকর্ড উদ্ভাবন করেন। জনপ্রিয়তা কমে গেলেও এখনো বিশ্বে প্রতিবছর ১০ মিলিয়ন এলপি বিক্রি হয়।


 প্রতিবছর বিশ্বজুড়ে গড়ে প্রায় ২.৪ বিলিয়ন সিডি বিক্রি হয়।
 বিশ্বের প্রথম পপ মিউজিক্যাল ভিডিওটি মুক্তি পায় ১৯৭৫ সালে। মিউজিক ভিডিওটির শিরোনাম ছিল ‘দ্য বোহেমিয়ান র‌্যাপসাডি’।
 বিশ্বে সবচেয়ে বেশি বিক্রীত সংগীতযন্ত্রটি হচ্ছে হারমোনিকা।
 সর্বকালের সবচেয়ে বেশি বিক্রীত তিনটি সিঙ্গলস হচ্ছে এলটন জনের ‘ক্যান্ডল ইন দ্য উইন্ড’, বিং ক্রসবির ‘হোয়াইট ক্রিসমাস’ ও বিল হ্যালির ‘রক অ্যারাউন্ড দ্য ক্লক।’
 ইউ-টু ব্যান্ডের পুরোনো নাম ছিল ফিডব্যাক।

No comments

Powered by Blogger.