তিনি এখন একের ভেতরে তিন

তিনি এখন একের ভেতরে তিন। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক যুগ্ম সচিব-১-এর অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন। ১৩ জুন তাঁকে সুপ্রিম কোর্টের পরামর্শ ছাড়াই দায়িত্বপ্রাপ্ত আইনসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।


এর মাত্র পাঁচ দিন পরে ১৮ জুন জারি করা আদেশে বলা হয়, ‘তিনি সচিবের দায়িত্বের অতিরিক্ত হিসেবে আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব (প্রশাসন-১)-এর দায়িত্ব পালন করবেন। তিনি বিধি মোতাবেক দায়িত্বভাতা প্রাপ্য হবেন।’
এ ব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব আলী ইমাম মজুমদার গত রাতে বলেন, ‘বিষয়টি আমার কাছে দুর্বোধ্য। রুলস অব বিজনেসে ভারপ্রাপ্ত সচিবের বিধান থাকলেও দায়িত্বপ্রাপ্ত সচিব কথাটি নেই। তা ছাড়া কেউ নিচের পদে থেকে ওপরের কোনো পদে অতিরিক্ত দায়িত্ব পালন করলে ভাতা প্রদানের বিধান আছে। কিন্তু ওপরের পদে থেকে নিচের পদে অতিরিক্ত দায়িত্ব পালন এবং সে জন্য ভাতা প্রদানের বিধান নেই। এমন আদেশের ঘটনা আমি আমার ৩৫ বছরের কর্মজীবনে শুনিনি।’

No comments

Powered by Blogger.