সত্যিকারের সবজান্তা-বিবিধ

 শুধু মানুষ এবং কোয়ালার হাতের ছাপ ইউনিক বা অনন্য, যা একজনের সঙ্গে অন্যজনের মিলবে না। ঊনবিংশ শতাব্দীর আগ পর্যন্ত ও সাইবেরিয়াতে টাকার বদলে চায়ের ব্লক ব্যবহার করা হতো। ১৯৪০ সালে থমাস সুলিভান নামের একজন চা ব্যবসায়ী টি ব্যাগ উদ্ভাবন করেন।


 ‘লেমন’ শার্কের প্রতি ১৫ দিন অন্তর নতুন পাটি দাঁত জন্মায়। এদের বছরে প্রায় ২৪ হাজারের বেশি নতুন দাঁত জন্মায়।
 সারা দিনে একটি হাতির মাত্র দু ঘণ্টা ঘুমোলেও চলে। অন্যদিকে একটি সিংহ (বিশেষ করে পুরুষ সিংহ) দিনে প্রায় ২০ ঘণ্টা ঘুমিয়ে কাটায়।
 সামুদ্রিক ভোঁদরের ফার বা পশম সবচেয়ে ঘন। এদের শরীরের প্রতি বর্গইঞ্চিতে প্রায় ১ মিলিয়ন পশম থাকে।
 লবস্টারদের (বিশেষ করে গ্রাস হপার শ্রেণীর) ব্যথার অনুভূতি নেই। এদের নার্ভাস সিস্টেম বিকেন্দ্রীভূত এবং এতে কোনো সেরিব্রাল করটেক্স না থাকাতে কোনো প্রকার ব্যথা পায় না এরা।
 বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়সী রেফারি ইংল্যান্ডের জর্জ রিডার।১৯৫০ সালের বিশ্বকাপ ফাইনালে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ পরিচালনার সময়রিডারের বয়স ছিল৫৩ বছর।
ওয়েবসাইট অবলম্বনে:
সামসুল আলম

No comments

Powered by Blogger.