প্রাথমিকভাবে ১২ কোটি ডলার বিনিয়োগ করবে সাহারা গ্রুপ

বাংলাদেশে প্রাথমিকভাবে ১২ কোটি ডলার বিনিয়োগ করবে ভারতের বৃহৎ ব্যবসায়ী গোষ্ঠী 'সাহারা গ্রুপ'। এ জন্য দুটি প্রস্তাব বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংক গভর্নরের কাছে জমা দেওয়া হয়েছে। অনুমোদন পেলে দ্রুতই তারা কাজ শুরু করতে আগ্রহী।


গতকাল শুক্রবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে সাহারা ইন্ডিয়া পরিবারের ম্যানেজিং ওয়ার্কার ও চেয়ারম্যান সুব্রত রায় সাহারা এ কথা বলেন।
সাহারা গ্রুপের চেয়ারম্যান গতকাল রাজধানীর রূপসী বাংলা হোটেলে 'সাহারা মাতৃভূমি করপোরেশনের' লগো উন্মোচন করেন। এই কম্পানির দায়িত্ব দেওয়া হয়েছে শেখ মনির ছোট ছেলে ও সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপসের ছোট ভাই শেখ ফজলে হোসেন ফাহিমকে। এ সময় কম্পানির চেয়ারম্যান সুব্রত রায় সাহারা শেখ ফজলে হোসেন ফাহিমের হাতে বিজনেস কার্ড তুলে দিয়ে তাঁকে পরিচয় করে দেন এবং বাংলাদেশে ব্যবসা শুরু করার পেছনে তাঁর অবদান ও আন্তরিকতার কথা তুলে ধরেন। সাহারা ইন্ডিয়া পরিবারের উপপরিচালক সৌরভ ভট্টাচার্যসহ অন্যান্য কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।
সুব্রত রায় সাহারা বলেন, 'রাজনীতি বা সরকারের সঙ্গে সংশ্লিষ্টতার কথা বললে আমাদের উৎসাহ কমবে। আমরা কাজের লোক। কাজ করতে ভালোবাসি। আর কাজ বুঝি। সম্মান, সততা ও নিয়ম-কানুনের সঙ্গে কাজ করতে চাই।' তিনি বলেন, 'ভারতে ৩২ বছর ধরে ব্যবসা করছি। সততা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। এ নিয়ে ভারত সরকারকে আমরা চ্যালেঞ্জ দিতে পারি। আমি বাঙালি। তাই শুধু ব্যবসা নয়, আবেগের কারণেও বাংলাদেশে কাজ করতে আগ্রহী।'
সুব্রত রায় বলেন, 'আমার পূর্বপুরুষ এই বাংলার। আমার মায়ের বাড়ি বিক্রমপুরে। আমি তাঁকে নিয়ে আসতে পারিনি। বলে এসেছি, এখানে আসছি। তিনি শুনে খুশি হয়েছেন। আমার এক মামা বলেছেন, বিক্রমপুর থেকে তাঁর জন্য একটি গাছের পাতা নিয়ে যেতে।'
সাহারা মাতৃভূমি উন্নয়ন করপোরেশন লিমিটেডের মাধ্যমে বাংলাদেশ সরকারের সঙ্গে মিলিতভাবে এ দেশের উন্নয়নে কাজ করার কথা বলেন সুব্রত রায়। তিনি জানান, অবকাঠামোগত উন্নয়ন, গৃহায়ণ, সেবা খাত ছাড়াও প্রতিষ্ঠানটি শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তিসহ অন্যান্য সামাজিক উন্নয়নমূলক খাতে কাজ করার সম্ভাবনা খতিয়ে দেখছে। কম্পানিটির ঢাকার আদলে স্যাটেলাইট টাউনশিপ, সাশ্রয়ী গৃহায়ণ ব্যবস্থা এবং ইন্টিগ্রেটেড টাউনশিপ নির্মাণের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের এক তথ্য তুলে ধরে এই বিশিষ্ট ব্যবসায়ী ব্যক্তিত্ব বলেন, 'ভারত থেকে গত ৪০ বছরে মাত্র ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ এসেছে বাংলাদেশে। এটা আমার কাছে অবাক হওয়ার মতো বিষয় মনে হয়েছে।' সাহারা পরিবারের প্রধান আরো বলেন, 'ভারতে নিম্ন আয়ের সক্ষম মানুষের জন্য ছোট-বড় ৪০০ আবাসন প্রকল্প তৈরির জন্য আমরা কাজ করেছি। বাংলাদেশেও নিম্ন আয়ের মানুষের আবাসনের জন্য কাজ করতে চাই। আমরা বিল্ডিংয়ের জঞ্জাল বানাতে চাই না। চাই লাইফ স্টাইল বানাতে।' তিনি বলেন, ঢাকায় অনেক বাড়ি তৈরি হয়েছে। কিন্তু লাইফ স্টাইল তৈরি হয়নি। সাহারা ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও কক্সবাজারে প্রকল্প নিয়ে কাজ করবেন বলেও জানান।
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে সুব্রত রায় বলেন, 'ব্যবসা কেবল ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলেই হয় না। এখানে সামাজিক ও আবেগের দৃষ্টিভঙ্গিও থাকতে হয়। এখানে আমার মায়ের বাড়ি। এখানে আমার আবেগ জড়িত। ভারত ছাড়া পৃথিবীর আর কোনো একটি দেশকে যদি আমার ভালো লাগে, সেটি হলো বাংলাদেশ। এই বাংলাদেশের মাটি। আবেগ না থাকলে ভালো ব্যবসা করা যায় না।'
আবাসন শিল্পের জন্য প্রয়োজনীয় সহশিল্প পণ্য বিদেশ থেকে আনা হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আবাসন খাতের পশ্চাৎ-সংযোগ শিল্পের বেশির ভাগ পণ্য স্থানীয় বাজার থেকেই সংগ্রহ করা হবে। যেসব পণ্য স্থানীয়ভাবে পাওয়া যাবে না, কেবল সেসব পণ্যই আমদানি করা হবে। এর জন্য 'সাহারা মাতৃভূমি উন্নয়ন করপোরেশন' নামে এখানে স্থানীয়ভাবে একটি কম্পানি করা হয়েছে।
ঢাকায় উপশহর তৈরির জন্য সরকারের কাছে এক লাখ একর জমি চাওয়া হয়েছে। এ জন্য কোনো অর্থ দিতে হবে না। সরকার শুধু সার্বভৌম গ্যারান্টি দেবে। বাংলাদেশে জমির দাম নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, 'ভারতে এক বর্গফুট জমির দাম যেখানে মাত্র ৫০ টাকা, সেখানে ঢাকায় তা দুই হাজার টাকা।' তিনি জানান, ঢাকায় সাহারার আবাসন প্রকল্প তৈরির কাজে অংশ নেবে বিশ্বখ্যাত নির্মাণ প্রতিষ্ঠান টার্নার গ্রুপ।
পর্যটন খাতের সম্ভাবনার কথা বলতে গিয়ে সাহারা গ্রুপের চেয়ারম্যান বলেন, বাংলাদেশের সুন্দরবন অঞ্চলে নদীর ওপর একটি পর্যটন শহর তৈরির আগ্রহ রয়েছে আমাদের। এ রকম একটি প্রকল্প ভারতের সুন্দরবন অঞ্চলে করার কথা থাকলেও পরিবেশবাদীদের বাধার জন্য করা হয়নি। পরিবেশবাদী প্রশ্নে বলতে গিয়ে তিনি বলেন, 'পরিবেশবাদীদের অনেকেই বিদেশের টাকা নিয়ে দোকান চালায়।' তিনি বলেন, 'বাংলাদেশে ইন্টারনেট প্রযুক্তির অগ্রগতি তেমন একটা ভালো না। এখানকার ব্যান্ডইউথ্ড উন্নয়নের জন্য একটি স্যাটেলাইট স্টেশন করার পরিকল্পনা আমাদের রয়েছে। এটা হলে গ্রাহকরা প্রতি সেকেন্ডে ১২এমবি ইন্টারনেট স্পিড পাবে। তাঁর মতে, আইটিতে বাঙালিরা ভালো করেন। কারণ বাঙালির মস্তিষ্ক ভালো।'
কত দিনে নতুন ঢাকার জন্য কাজ শুরু করতে পারবেন- এমন এক প্রশ্নের জবাবে সুব্রত রায় সাহারা বলেন, 'আমরা ছোট জায়গায় কাজ করি না। বড় জায়গার জন্য সরকারি অনুমতি দীর্ঘায়িত হয়। তবে আমাদের গতির সঙ্গে কাজ এগিয়ে নিয়ে যাব।'
বাংলাদেশে কত বিনিয়োগ হবে- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, 'প্রাথমিকভাবে ১২০ থেকে ১২৫ মিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। এখানে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। কারণ বিশ্ব মন্দার সময়ে ভারতসহ উন্নত বিশ্বে মন্দা দেখা দিলেও বাংলাদেশে এর প্রভাব পড়েনি। বরং এখানকার জিডিপি নিয়মিত বেড়েই চলেছে।' বাংলাদেশে বিনিয়োগের জন্য সরকারকে কোনো শর্ত দেওয়া হয়েছে কি না- এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা সরকারকে কোনো শর্ত দিইনি। সরকারের কাছে কিছু প্রস্তাব রেখেছি।'

No comments

Powered by Blogger.