অহেতুক কৌতুক

নয় মার্কিন পণ্ডিত আর এক বাংলাদেশি রাজনীতিবিদ গেলেন হিমালয় জয় করতে। কিন্তু পাহাড়ে ওঠার সময় ভীষণ বিপদে পড়ে গেলেন দশ অভিযাত্রী। বেয়ে ওঠার দড়িটা খুব দুর্বল হয়ে গেছে। যেকোনো একজনকে দড়ি থেকে ফেলে না দিলে সবাই একসঙ্গে পড়ে যাবেন এমন অবস্থা। কিন্তু কেউই হাত থেকে দড়ি ছাড়তে নারাজ।


বাংলাদেশি রাজনীতিবিদ দেখলেন পরিস্থিতি বেশি সুবিধার না। তাঁরা নয়জন মিলে তাঁকে হাত থেকে দড়ি ছেড়ে দিতে বাধ্য করবেন। তখন তিনি সবার উদ্দেশে বক্তৃতা শুরু করলেন, কেন তাঁদের মতন মহান পণ্ডিতদের জীবন তাঁর মতন তুচ্ছ মানুষের জীবনের চেয়ে অনেক বেশি মূল্যবান এবং তিনি এই নয় মার্কিন পণ্ডিতের জন্য নিজের জীবন উৎসর্গ করতে পেরে কেমন ধন্য বোধ করছেন। পণ্ডিতেরা বক্তৃতায় আবেগাপ্লুত হয়ে সবাই হাততালি দিয়ে উঠলেন।
পাঁচ অর্থনীতিবিদের একটা দল কোনো গাইড ছাড়াই গেল হিমালয় জয় করতে। সমস্যা হলো তারা ম্যাপের ‘ম’টাও বোঝে না। ফলে যা হওয়ার তা-ই হলো, ওরা পুরোপুরি হারিয়ে গেল তুষারের মধ্যে। তাদের মধ্যে যিনি সবচেয়ে বেশি অভিজ্ঞ তিনি হাতে ম্যাপ নিলেন। কিছুক্ষণ উল্টেপাল্টে দেখলেন। তারপর কতক্ষণ সূর্যের দিকে তাকিয়ে থাকলেন। এরপর কতক্ষণ বরফে আঁকিবুঁকি কাটলেন। শেষে সবার উদ্দেশে বললেন, ‘ওই...যে দূরে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছ, ওটাই হলো হিমালয়। এই ম্যাপ অনুযায়ী আমরা এখন ওটার চূড়াতেই দাঁড়িয়ে আছি।’
‘পর্বত অভিযাত্রী দলে যোগ দিন’—এমন বিজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে সাক্ষাৎকার দিতে এল এক নব্বই বছরের বৃদ্ধ। নিয়োগ কর্তারা তো অবাক। বলল, ‘আপনি এই বয়সে পর্বতে উঠতে এসেছেন! আপনার মাথা ঠিক আছে তো?’
বৃদ্ধ আমতা আমতা করে জবাব দিলেন, ‘অভিযাত্রী হিসেবে না হয় নাই নিলেন, তাই বলে আপনাদের কি একজন গাইডেরও দরকার নেই?’
সংগ্রহে: কাওছার শাকিল

No comments

Powered by Blogger.