কানাই by মুহাম্মাদ আমানুল্লাহ

স্বপ্নের  ইথারে ভাসে প্রিয় মাছরাঙ্গা,
পাখায় পাখায়  হাসে সুদূর সোয়ারি:
বুকের সদরে বসায় সুঁচালো নখর,
রোদেলা দুপুর বাজে -আকাশ কাঁপিয়ে কাঁদে বিহঙ্গ চাতক;
কষ্টের  কফিন খাঁচা-কানামাছি খেলা
আঁধার দু'চোখে হাতড়িয়ে যায় গভীর অতল -হরষে মানসে খেলে কঠিন কানাই।


No comments

Powered by Blogger.