আমিও by সুনন্দন জওহর

শহীদ সেলিনা পারভীন, কবি ও সাংবাদিক। ৩১ মার্চ ১৯৩১ সালে নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। সম্পাদনা করেছেন শিলালিপি নামে অনিয়মিত সাহিত্য পত্রিকা। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আল-বদর বাহিনীর সদস্যরা তাঁকে হত্যা করে। আগামীকাল তাঁর ৮১তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে তাঁর নাতির লেখা ছড়াটি প্রকাশক করা হলো।


মাটি, মাটি, মাটি
আমার দেশটি কত খাঁটি।
এই আমাদের দেশের জন্য,
প্রাণ দিয়েছে আমার দাদি।
দেশের জন্য প্রাণ দিতে,
আমিও রাজি।

১ম শ্রেণী,
বাটারফ্লাই কিন্ডারগার্টেন, ঢাকা।

No comments

Powered by Blogger.