চট্টগ্রাম অঞ্চলের ভাষা প্রতিযোগ আজ

এইচএসবিসি ও প্রথম আলোর উদ্যোগে চট্টগ্রাম অঞ্চলের ভাষা প্রতিযোগ ২০১২ আজ শুক্রবার এনায়েত বাজার মহিলা কলেজ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শুরু হবে সকাল নয়টায়। এর মধ্যে প্রতিযোগিতার সব প্রস্তুতি শেষ হয়েছে।
চট্টগ্রাম অঞ্চলের প্রতিযোগিতায় কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, ফেনী,


চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৮০০ শিক্ষার্থী চারটি বিভাগে নাম নিবন্ধন করেছে। সকাল সাড়ে আটটার মধ্যে নিবন্ধিত শিক্ষার্থীদের অনুষ্ঠানে উপস্থিত থাকতে বলা হয়েছে।
চট্টগ্রাম এনায়েত বাজার মহিলা কলেজের অধ্যক্ষ মাহমুদা খানম অনুষ্ঠানের উদ্বোধন করবেন। ভাষা প্রতিযোগে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক সৌরভ সিকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক, অধ্যাপক মহীবুল আজিজ, এইচএসবিসি ব্যাংকের চট্টগ্রাম শাখার ব্যবস্থাপক শিবলী সাদেক, প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন, সহকারী সম্পাদক জাফর আহমদ ও ভাষা প্রতিযোগের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক তারিক মনজুর। ভাষা প্রতিযোগে সার্বিক সহযোগিতায় রয়েছেন প্রথম আলোর চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা।

No comments

Powered by Blogger.