৪ এপ্রিল হরতাল ডাকতে পারে বিএনপি

বিদ্যুতের মূল্যবৃদ্ধিসহ জনদুর্ভোগের প্রতিবাদে আগামী ৪ এপ্রিল দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিতে পারে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট। গতকাল বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত জোটের বৈঠক শেষে এ সম্ভাবনার কথা জানা গেছে।


বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
বৈঠক সূত্রে জানা গেছে, উপস্থিত জোট নেতারা হরতাল ডাকার ব্যাপারে আলোচনার পর একমত হন। তবে এইচএসসি পরীক্ষার মধ্যে হরতাল দেওয়া বা না দেওয়ার প্রসঙ্গও আলোচিত হয়। ৪ এপ্রিল কোনো বিভাগের পরীক্ষা থাকবে না উল্লেখ করে বৈঠকে ওইদিনই হরতাল ডাকার ব্যাপারে চারদলীয় জোটের নেতারা একমত হন। এ ছাড়াও এপ্রিল ও মে মাসজুড়ে সারা দেশে ধারাবাহিক কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। এর মধ্যে বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ, ঘেরাও কর্মসূচি রয়েছে।
গতকাল রাত ৯টা থেকে এক ঘণ্টার এই বৈঠকে দেশের রাজনৈতিক অবস্থা, সার্বিক পরিস্থিতি, বিদ্যুতের দাম বৃদ্ধিসহ জোট সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
এদিকে জোটের এক নেতা জানান, হরতালের কর্মসূচির কথা শরিক নেতারা বললেও এপ্রিলে এইচএসসি পরীক্ষার বিষয়টির ওপর গুরুত্ব দিয়েই কর্মসূচি নির্ধারণ করবেন বিএনপি চেয়ারপারসন।
বৈঠকের পর বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ সাংবাদিকদের বলেন, 'দ্রব্যমূল্যসহ গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি দেওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা এ বিষয়ে জোট নেত্রীকে কর্মসূচি চূড়ান্ত করার দায়িত্ব দিয়েছি।' কী ধরনের কর্মসূচি আসবে তা জানতে চাইলে তিনি বলেন, কঠোর কর্মসূচির চিন্তাভাবনা করা হচ্ছে। আবার এপ্রিল মাসে এইচএসসি পরীক্ষার কথাও বিবেচনায় রাখতে হচ্ছে।
এ ছাড়া বৈঠকে গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে যেতে বিরোধী দলের নেতাকে বাধা দেওয়া, ২৭ মার্চ রূপসী বাংলা হোটেলে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান করতে না দেওয়ার বিষয় নিয়েও আলোচনা হয়।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মজিবুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য হামিদুর রহমান আজাদ, নুরুল ইসলাম বুলবুল, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, যুগ্ম মহাসচিব আবদুল্লাহ মোহাম্মদ হাসান, মহানগর সভাপতি আবুল কাশেম, খেলাফত মজলিশের নায়েবে আমির সৈয়দ মুজিবুর রহমান, মহাসচিব আহমেদ আবদুল কাদের প্রমুখ।

No comments

Powered by Blogger.